অপরাধ

মাদক ক্রয়-বিক্রয়ের সময় RAB-৫এর অভিযানে গ্রেফতার ৩

  প্রতিনিধি ৩ এপ্রিল ২০২৪ , ২:১১:৪৪ প্রিন্ট সংস্করণ

মাদক ক্রয়-বিক্রয়ের সময় RAB-৫এর অভিযানে গ্রেফতার ৩
মাদক ক্রয়-বিক্রয়ের সময় RAB-৫এর অভিযানে গ্রেফতার ৩

মাদক ক্রয়-বিক্রয়ের সময় র‌্যাব-৫, সিপিসি-১ এর অভিযানে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থেকে ০৩ জন গ্রেফতার।

গ্রেফতারকৃত আসামী এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে চাঁপাইনবাগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় সরবরাহ করতো। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায় যে, উল্লেখিত সময় মাদকের একটি চালান সরবরাহ করা হবে। এরূপ তথ্যের ভিত্তিতে র‌্যাবের আভিযানিক দল পূর্ব পরিকল্পনা মোতাবে উল্লেখিত স্থানে অবস্থান নিয়ে অভিযান পরিচালনা করে মাদক সরবরাহের সময় উক্ত আসামীকে গ্রেফতার করা হয়।

০২ এপ্রিল ২০২৪ ইং তারিখ ২১:০০ ঘটিকায় চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন নয়ালাভাঙ্গা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের নয়ালাভাঙ্গা গ্রামস্থ এলাকায় অভিযান পরিচালনা করে মাদক ক্রয়-বিক্রয় করার সময় ১। মোঃ জামাল (৫০), পিতা-মৃত সেকেন্দার আলী, মাতা-মৃত ঝ্যাটনা, সাং-নয়ালাভাঙ্গা, ২। মোঃ বাবলু (৩০), পিতা-মোঃ শাহজাহান আলী, মাতা-মৃত মোলেকা, সাং-ফতেপুর, ৩। মোঃ কাবুল আলী (৩২), পিতা-মৃত শাহজাহান আলী, মাতা-মোছাঃ রুমা বেগম, সাং-হরিনগর ক্ষ্যাপা পাড়া, সর্ব থানা-শিবগঞ্জ, জেলা-চাঁপাইনবাবগঞ্জদেরকে ২২৪ গ্রাম গাঁজা সহ গ্রেফতার করে।

উপরোক্ত ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানায় মামলা রুজু করা হয়েছে।

আরও খবর

                   

সম্পর্কিত