প্রতিনিধি ৬ এপ্রিল ২০২৪ , ১:৩৭:৩৭ প্রিন্ট সংস্করণ
ক্লুলেস হত্যা মামলার আসামী জাকারিয়া ও নুরন্নবী কে জয়পুরহাটের কালাইর থেকে গ্রেফতার করেছে র্যাব-৫
র্যাব প্রাতিষ্ঠানিক সময় থেকেই দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরনের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে । জঙ্গি, সন্ত্রাসী, সঙ্ঘবদ্ধ অপরাধী, মাদক, অস্ত্র, ভেজাল পণ্য, ছিনতাইকারী, প্রতারক, হত্যা এবং ধর্ষন মামলার আসামিসহ সকল অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।
এরই ধারাবাহিকতায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৫ অভিযানে ০৫ এপ্রিল ২০২৪ ইং তারিখ রাত ০৮৩০ ঘটিকায় জয়পুরহাট জেলার কালাই থানাধীন বিয়ালা বাজার এলাকা থেকে ক্লুলেস হত্যা মামলার আসামী ১। মোঃ জাকারিয়া (৩২), পিতা-মৃত আবুল হাশেম, সাং-বিয়ালা পূর্বপাড়া, ২। মোঃ নুরুন্নবী (৪৬), পিতা-মৃত কেরামত আলী, সাং-বিয়ালা, উভয় থানা-কালাই ও জেলা-জয়পুরহাট কে গ্রেফতার করা হয়।
মামলার বিবরণে জানা যায়, গত ২১/১১/২০২০ তারিখ ১৬০০ ঘটিকায় কালাই থানাধীন মাত্রাই ইউনিয়ন এলাকায় পাঁকা রাস্তার উপর পৌছামাত্র ধৃত আসামী জাকারিয়া ও নুরন্নবীসহ অজ্ঞাত কয়েকজন ফেরদৌসকে পাঁকা রাস্তার উপর থেকে আনুমানিক ০১ কিঃমিঃ দূরে নিয়ে গিয়ে সঙ্গে থাকা ৩০,০০০/- টাকা কেড়ে নিয়ে হত্যার উদ্দশ্যে হাসুয়া ও বাশের লাঠি দিয়ে আঘাত করে গুরতর রক্তাক্ত জখম করে।
পরবর্তীতে ২২/১১/২০২০ ফেরদৌস কে তার পরিবার অনেক খোজাখুজির পর জানতে পারে ফেরদৌস বিয়ালা মৌজার ধুনট পুকুর পাড়ে অবচেতন অবস্থায় পরে আছে। পরিবারের সদস্যরা আহত ফেরদৌস কে আধুনিক জেলা হাসপাতাল, জয়পুরহাট এ চিকিৎসার জন্য ভর্তি করায়। ফেরদৌস এর অবস্থা আশংকাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসকের পরামর্শক্রমে আধুনিক জেলা হাসপাতাল, জয়পুরহাট থেকে হেলথ সিটি হাসপাতাল, বগুড়া স্থানান্তর করলে চিকিৎসাধীন থাকা অবস্থায় ২৮/১১/২০২০ তারিখ ফেরদৌস মৃত্যুবরণ করেন। এ ঘটনায় মৃত ফেরদৌসের পরিবার বাদী হয়ে কালাই থানায় একটি মামলা দায়ের করেন।
কালাই থানায় মামলা দায়েরের পর সিআইডি, জয়পুরহাট এর রিকুইজিশন মূলে র্যাব-৫, সিপিসি-৩ এর একটি আভিযানিক দল জাকারিয়া এবং নুরন্নবী কে গ্রেফতারের জন্য বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ০৫-০৪-২০২৪ ইং জয়পুরহাট জেলার কালাই থানাধীন বিয়ালা বাজার এলাকা হতে জাকারিয়া এবং নুরন্নবী কে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসামীকে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করতে জয়পুরহাট জেলার কালাই থানায় হস্তান্তর করা হয়েছে।