অপরাধ

২৪ ঘন্টায় ময়মনসিংহ কোতোয়ালী থানার অভিযানে গ্রেফতার ১৪

  প্রতিনিধি ১৪ মে ২০২৪ , ১০:২৯:৫৮ প্রিন্ট সংস্করণ

২৪ ঘন্টায় ময়মনসিংহ কোতোয়ালী থানার অভিযানে গ্রেফতার ১৪
২৪ ঘন্টায় ময়মনসিংহ কোতোয়ালী থানার অভিযানে গ্রেফতার ১৪

গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান পরিচালনা করিয়ামোট ১৪ জন আসামী গ্রেফতার করা হয়।

এসআই(নিঃ) শামছুজ্জামান, কোতোয়ালী মডেল থানা, ময়মনসিংহ সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ থানা
এলাকায় অভিযান পরিচালনা করিয়া মাদক মামলার আসামী ১। ইব্রাহিম খলিল শাওন (২৬), পিতামৃত-আঃ
রাজ্জাক, মাতা-মোছাঃ খালেদা খাতুন, সাং-মাসকান্দা পলিটেকনিক্যাল এলাকা, এপি/সাং-চর পাড়া নয়াপাড়া,
২।মোঃ শুভ (৩২), পিতা-মোঃ আঃ কাদির, মাতা-মোছাঃ রাশিদা, সাং-সাহেব কাচারী বিজয় নগর, এপি/সাং- বলাশ পুর
আবাসন প্রকল্প, উভয় থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহদ্বয়কে গ্রেফতার করা হয় এবং তাহাদের নিকট
হইতে ০৬ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
এসআই(নিঃ) নিজামুল হক, কোতোয়ালী মডেল থানা, ময়মনসিংহ সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ থানা
এলাকায় অভিযান পরিচালনা করিয়া মাদক মামলার আসামী ১। সেলিনা আক্তার (৩০), পিতা-আমির শেখ ওরফে
আন্নিছ, সাং-রমেশ সেন রোড, পতিতাপল্লী, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করা হয়।

এসআই(নিঃ) মাহমুদুল হাসান, ০৩নং পুলিশ ফাড়ি, কোতোয়ালী মডেল থানা, ময়মনসিংহ সঙ্গীয় অফিসার
ও ফোর্স সহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া অন্যান্য মামলার আসামী ১। মাসুম (৪৫), পিতা-মানিক
মিয়া, সাং-পুরোহিত পাড়া,থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করা হয়।
এসআই(নিঃ) মাহমুদুল হাসান, কোতোয়ালী মডেল থানা, ময়মনসিংহ সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ থানা
এলাকায় অভিযান পরিচালনা করিয়া অন্যান্য মামলার আসামী ১। লিটন চন্দ্র বর্মন(২১), পিতা-পরিমল চন্দ্র
বর্মন, মাতা-নিয়তি রানী বর্মন , ঠিকানা: স্থায়ী: গ্রাম- পাকুরীতলা (পাকুরীতলা) , উপজেলা/থানা- তারাকান্দা,
জেলা -ময়মনসিংহকে গ্রেফতার করা হয়।

ইহাছাড়াও এসআই(নিঃ) মতিউর রহমান, ওসমান গনি, ত্রিদীপ কুমার বীর, এএসআই(নিঃ) মাসুম রানা,
সোহরাব হোসেন, হুমায়ুন কবির-২, সুকান্ত দেবনাথ, জয়নাল আবেদীন, রফিকুল ইসলাম, প্রত্যেকে থানা এলাকায়
অভিযান পরিচালনা করিয়া ০৯ জন গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামীদের গ্রেফতার করেন।
গ্রেফতারী পরোয়ানায়ভুক্ত আসামীর নাম-ঠিকানা।
১। আসামী বুলু (৩১), পিতা-কালাম, স্থায়ী : গ্রাম- পাটগুদাম রোড (পাটগুদাম হাজী কাশেম আলী কলেজের পিছনে)
, উপজেলা/থানা- কোতোয়ালী মডেল, জেলা –ময়মনসিংহ
২। মোঃ সাইফুল (৩৩), পিতা-আঃ রাজ্জাক, স্থায়ী: (ছালাকান্দি) , উপজেলা/থানা- ময়মনসিংহ সদর, জেলা
–ময়মনসিংহ
৩। কাশেম (মুরগী ব্যবসায়ী) , পিতা-মগর আলী, স্থায়ী: গ্রাম- চর পাড়া (কাচাঁবাজার মাংশ মহল) , উপজেলা/থানা-
ময়মনসিংহ সদর, জেলা -ময়মনসিংহ
৪। মোঃ আবুল কাশেম (৫৫), পিতা-মোঃ মগর আলী, স্থায়ী: গ্রাম- দিঘার কান্দা (মধ্যপাড়া) , উপজেলা/থানা-
ময়মনসিংহ সদর, জেলা –ময়মনসিংহ
৫। সামাদুল ইসলাম, পিতা-মৃতঃ ইসমাইল মীর, স্থায়ী : গ্রাম- রঘুরামপুর (রঘুরামপুর সবজিপাড়া।) ,
উপজেলা/থানা- কোতোয়ালী মডেল, জেলা -ময়মনসিংহ,
৬। হালিম মিয়া, পিতা-আতাব উদ্দিন, স্থায়ী: গ্রাম- বীর বওলা, উপজেলা/থানা- কোতোয়ালী মডেল, জেলা –
ময়মনসিংহ,
৭। মোঃ শফিক, পিতা-মৃত: আবুল হাসেম, স্থায়ী : গ্রাম- রঘুরামপুর (বুদ্দা ড্রাইভারের বাড়ীর সাথে) ,
উপজেলা/থানা- কোতোয়ালী মডেল, জেলা –ময়মনসিংহ
৮। গোলাপ হোসেন , পিতা-মৃত বিল্লার হোসেন, স্থায়ী : গ্রাম- ঢোলাদিয়া (৩৪১/৬ ঢোলাদিয়া তালতলা (মাজহারুল
ইসলাম সাহেবের বাড়ীর ৪র্থ তলা)) , উপজেলা/থানা- কোতোয়ালী মডেল, জেলা –ময়মনসিংহ
৯। হুমায়ুন (৩৫), পিতা-আঃ জব্বার, স্থায়ী : গ্রাম- ভাটি ঘাগড়া ভাটি পাড়া (ভাটি ঘাগড়া) , উপজেলা/থানা-
কোতোয়ালী মডেল, জেলা -ময়মনসিংহ,
প্রত্যেক আসামীদের চালান মোতাবেক যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়।

আরও খবর

                   

সম্পর্কিত