অপরাধ

২৪ ঘন্টায় ময়মনসিংহ কোতোয়ালী থানার অভিযানে গ্রেফতার ১৪

  প্রতিনিধি ১৬ মে ২০২৪ , ১১:২৬:৪৮ প্রিন্ট সংস্করণ

২৪ ঘন্টায় ময়মনসিংহ কোতোয়ালী থানার অভিযানে গ্রেফতার ১৪
২৪ ঘন্টায় ময়মনসিংহ কোতোয়ালী থানার অভিযানে গ্রেফতার ১৪

ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান পরিচালনা করিয়া মোট ১৫ জন আসামী গ্রেফতার করা হয়।

এসআই(নিঃ) কামরুল হাসান, কোতোয়ালী মডেল থানা, ময়মনসিংহ সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া মাদক  মামলার আসামী ১।মোঃ বাবু (২৮), পিতামৃত-সেলিম, মাতা-রাশেদা বেগম, সাং-আকুয়া দক্ষিনপাড়া, বর্তমানে হাসেমের বাসার ভাড়াটিয়া, ২। খলিল (৩২), পিতা-সাঈদ, মাতা-লিপি বেগম, সাং-আকুয়া একাডেমী রোড, উভয় থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহদ্বয়কে গ্রেফতার করা হয় এবং তাহাদের নিকট হইতে ১০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

এসআই(নিঃ) মাইনুল রেজা, কোতোয়ালী মডেল থানা, ময়মনসিংহ সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া মাদক  মামলার আসামী ১। মোঃ হিরা মিয়া (২৪), পিতা-শাজাহান, সাং-দুবাহুগলা, থানা-পূর্বধলা, জেলা-নেত্রকোনাকে গ্রেফতার করা হয়।

এসআই(নিঃ) সাজ্জাদ হোসেন সজীব, কোতোয়ালী মডেল থানা, ময়মনসিংহ সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া ডাকাতির চেষ্টা মামলার আসামী ১। মোঃ শাকিব (২৩), পিতা-রিপন মিয়া, মাতা-ময়না খাতুন, সাং-মালগুদাম রেলকলোনী কৃষ্ণচূড়া চত্বর, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করা হয়।

এসআই(নিঃ) আসাদুজ্জামান, কোতোয়ালী মডেল থানা, ময়মনসিংহ সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া অন্যান্য  মামলার আসামী ১। আঃ মতি (৪৫), পিতামৃত-আক্তার আলী, সাং-চুরখাই মাঠপাড়, ২। তোতা মিয়া (৪৪), পিতা-আব্দুর রহমান, সাং-পন ঘাগড়া, উভয় থানা-কোতোয়ালী,  জেলা-ময়মনসিংহদ্বয়কে গ্রেফতার করা হয়।

এসআই(নিঃ) মাইনুল রেজা, কোতোয়ালী মডেল থানা, ময়মনসিংহ সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া অন্যান্য  মামলার আসামী ১। মোঃ মাজহারুল ইসলাম (৩৩), পিতা-মোঃ বাদল মিয়া, মাতা-জামেনা খাতুন, সাং-দিঘারকান্দা, ২৫ নং ওয়ার্ড, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করা হয়।

এএসআই(নিঃ) আহসান হাবিব ফকির, কোতোয়ালী মডেল থানা, ময়মনসিংহ সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া অন্যান্য  মামলার আসামী ১। মোঃ নয়ন মিয়া (২২) পিতা-আঃ করিম,  সাং-জয়রামপাড়া, থানা-ধোবাউড়া, ২। নাইম (১৯), পিতামৃত-আলমগীর, সাং-পাটগুদাম হাজী কাশেম আলী কলেজের পিছনে, ৩। তামিম (১৯), পিতা-আলাল উদ্দিন, সাং-পাটগুদাম, উভয় থানা-কোতোয়ালী, সর্ব  জেলা-ময়মনসিংহদেরকে গ্রেফতার করা হয়।

        ইহাছাড়াও এসআই(নিঃ)  শামছুজ্জামান, মাইনুল রেজা, এএসআই(নিঃ) এরশাদ আলী, সুকান্ত দেবনাথ, মাহমুদুল হাসান প্রত্যেকে থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া ০৫ জন গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামীদের গ্রেফতার করেন। 

গ্রেফতারী পরোয়ানায়ভুক্ত আসামীর নাম-ঠিকানা।

১। মোঃ মহসিন (৩৫), পিতা-মৃত- জব্বার আলী, স্থায়ী: গ্রাম- খাগডহর (পার্ট), উপজেলা/থানা- ময়মনসিংহ সদর, জেলা –ময়মনসিংহ

২। মোঃ খলিল , পিতা-মোঃ সাত্তার, স্থায়ী: (কল্পা ফকির বা্ড়ী) , উপজেলা/থানা- কোতোয়ালী মডেল, জেলা -ময়মনসিংহ,

৩। ফরহাদ মিয়া (২৯), পিতা-জলিল মিয়া, স্থায়ী: গ্রাম- আকুয়া (আকুয়া ভাঙ্গাপুল, ওয়ার্ড নং-২৮) , উপজেলা/থানা- ময়মনসিংহ সদর, জেলা -ময়মনসিংহ,

৪। শাহরিয়ার রাতুল , পিতা-মৃত এনায়েত হোসেন, স্থায়ী: গ্রাম- পাটগুদাম রোড (১৮ রেলীর মোড়) , উপজেলা/থানা- কোতোয়ালী মডেল, জেলা –ময়মনসিংহ

৫। খলিলুর রহমান, পিতা-মোঃ মোখলেছুর রহমান, স্থায়ী: গ্রাম- চুরখাই (সহকারী শিক্ষক, চুরখাই সরকারী প্রাথমিক বিদ্যালয়, পো: চুরখাই) , উপজেলা/থানা- কোতোয়ালী মডেল, জেলা -ময়মনসিংহ

প্রত্যেক আসামীদের চালান মোতাবেক যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়।

আরও খবর

                   

সম্পর্কিত