প্রতিনিধি ১৬ মে ২০২৪ , ১:০৪:০৩ প্রিন্ট সংস্করণ
সিএমপির হালিশহর থানা পুলিশের অভিযানে নকল জন্মনিবন্ধন সনদ প্রস্তুতকারী চক্রের ০২ জন সক্রিয় প্রতারক জাল জন্মনিবন্ধন সনদ, সিল এবং প্যাডসহ আটক।
সিএমপির পশ্চিম বিভাগের উপ-পুলিশ কমিশনার জনাব নিহাদ আদনান তাইয়ান মহোদয়ের সার্বিক দিক-নির্দেশনায়, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (পশ্চিম) জনাব স্পিনা রানী প্রামাণিক ও ডবলমুরিং জোনের সহকারী পুলিশ কমিশনার জনাব সব্যসাচী মজুমদারের তত্ত্বাবধানে, হালিশহর থানার অফিসার ইনচার্জ মোঃ কায়সার হামিদের নেতৃত্বে এসআই মোবিনুল ইসলাম সঙ্গীয় অফিসার-ফোর্সের সহায়তায় গত ১৪/০৫/২০২৪ খ্রি. ১৭.৩০ ঘটিকা হতে ২০:০০ ঘটিকা পর্যন্ত সিএমপির হালিশহর ও ডবলমুরিং এলাকায় অভিযান পরিচালনা করে কাউন্সিলর অফিসের স্টাফ, কখনও-বা পাসপোর্ট অফিসের কর্মচারী পরিচয়ে বিভিন্ন অফিসের কর্মকর্তা ও কাউন্সিলরদের সিল, স্বাক্ষর জাল-জালিয়াতির মাধ্যমে জন্মনিবন্ধন সৃজন, সৃজিত জন্মনিবন্ধন খাঁটি হিসাবে ব্যবহার করে জাতীয়তা সনদ, পাসপোর্ট ও এনআইডি সংশ্লিষ্ট দপ্তর থেকে ইস্যু করিয়ে দিয়ে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেওয়া জালিয়াতিচক্রের সক্রিয় ০২ জন সদস্য ১। মোঃ সাগর (২৪),
২। মোঃ রেজাউল করিম (২৫)-দ্বয়কে গ্রেফতারসহ তাদের হেফাজত থেকে একটি জাল-জালিয়াতির মাধ্যমে সৃজিত জন্মনিবন্ধন সনদসহ আনুষঙ্গিক কাগজপত্র তিন পাতা, ওয়ার্ড কাউন্সিলর জনাব আব্দুস সবুর লিটন ও জন্মনিবন্ধন সহকারী সুমন গুপ্ত নামে এবং জন্মনিবন্ধন লোগোসম্বলিত ছয়টি সিল ও স্ট্যাম্পপ্যাড উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে হালিশহর থানায় প্রতারণা ও জাল-জালিয়াতির অভিযোগে মামলা রুজু হয়েছে।