অপরাধ

নকল জন্মনিবন্ধন সনদ প্রস্তুতকারী চক্রের ০২ জন সক্রিয় প্রতারক আটক

  প্রতিনিধি ১৬ মে ২০২৪ , ১:০৪:০৩ প্রিন্ট সংস্করণ

নকল জন্মনিবন্ধন সনদ প্রস্তুতকারী চক্রের ০২ জন সক্রিয় প্রতারক আটক
নকল জন্মনিবন্ধন সনদ প্রস্তুতকারী চক্রের ০২ জন সক্রিয় প্রতারক আটক

সিএমপির হালিশহর থানা পুলিশের অভিযানে নকল জন্মনিবন্ধন সনদ প্রস্তুতকারী চক্রের ০২ জন সক্রিয় প্রতারক জাল জন্মনিবন্ধন সনদ, সিল এবং প্যাডসহ আটক।

সিএমপির পশ্চিম বিভাগের উপ-পুলিশ কমিশনার জনাব নিহাদ আদনান তাইয়ান মহোদয়ের সার্বিক দিক-নির্দেশনায়, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (পশ্চিম) জনাব স্পিনা রানী প্রামাণিক ও ডবলমুরিং জোনের সহকারী পুলিশ কমিশনার জনাব সব্যসাচী মজুমদারের তত্ত্বাবধানে, হালিশহর থানার অফিসার ইনচার্জ মোঃ কায়সার হামিদের নেতৃত্বে এসআই মোবিনুল ইসলাম সঙ্গীয় অফিসার-ফোর্সের সহায়তায় গত ১৪/০৫/২০২৪ খ্রি. ১৭.৩০ ঘটিকা হতে ২০:০০ ঘটিকা পর্যন্ত সিএমপির হালিশহর ও ডবলমুরিং এলাকায় অভিযান পরিচালনা করে কাউন্সিলর অফিসের স্টাফ, কখনও-বা পাসপোর্ট অফিসের কর্মচারী পরিচয়ে বিভিন্ন অফিসের কর্মকর্তা ও কাউন্সিলরদের সিল, স্বাক্ষর জাল-জালিয়াতির মাধ্যমে জন্মনিবন্ধন সৃজন, সৃজিত জন্মনিবন্ধন খাঁটি হিসাবে ব্যবহার করে জাতীয়তা সনদ, পাসপোর্ট ও এনআইডি সংশ্লিষ্ট দপ্তর থেকে ইস্যু করিয়ে দিয়ে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেওয়া জালিয়াতিচক্রের সক্রিয় ০২ জন সদস্য ১। মোঃ সাগর (২৪),

২। মোঃ রেজাউল করিম (২৫)-দ্বয়কে গ্রেফতারসহ তাদের হেফাজত থেকে একটি জাল-জালিয়াতির মাধ্যমে সৃজিত জন্মনিবন্ধন সনদসহ আনুষঙ্গিক কাগজপত্র তিন পাতা, ওয়ার্ড কাউন্সিলর জনাব আব্দুস সবুর লিটন ও জন্মনিবন্ধন সহকারী সুমন গুপ্ত নামে এবং জন্মনিবন্ধন লোগোসম্বলিত ছয়টি সিল ও স্ট্যাম্পপ্যাড উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে হালিশহর থানায় প্রতারণা ও জাল-জালিয়াতির অভিযোগে মামলা রুজু হয়েছে।

আরও খবর

                   

সম্পর্কিত