অপরাধ

সম্পত্তির জন্য মাকে মেরে দাঁত ভাঙলো দুই ছেলে 

  প্রতিনিধি ১৬ মে ২০২৪ , ২:৪০:৫১ প্রিন্ট সংস্করণ

সম্পত্তির জন্য মাকে মেরে দাঁত ভাঙলো দুই ছেলে 
সম্পত্তির জন্য মাকে মেরে দাঁত ভাঙলো দুই ছেলে . ছবিঃ সংগৃহীত

মঙ্গলবার রাতে দুই ছেলের বিরুদ্ধে থানায় মামলা করেছেন বৃদ্ধা মা। মামলার পরে পুলিশ এক ছেলেকে গ্রেপ্তার করেছে। ১৫ মে রাতে সিংগাইর থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়ারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার ছেলে আনোয়ার সিকাদার (৩৮) উপজেলার বাঘুলি গ্রামের মৃত শামসুল হকের ছেলে।  বৃহস্পতিবার সকালে বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

সূত্রে জানা যায়, উপজেলার চান্দহর ইউনিয়নের বাঘুলি গ্রামের জহুরা খাতুনে (৭০)এর দুই ছেলে আনোয়ার ও গফুর সিকদারের মধ্যে বসতবাড়ির জায়গাসহ সম্পত্তি নিয়ে পারিবারিক কলহ চলছিল। এ নিয়ে দুই ছেলে বৃদ্ধা মাকে মানসিক ও শারীরিক নির্যাতন করে আসছিলেন। এর ধারাবাহিকতায় গত শুক্রবার বিকেলে মাকে মারধর করেন ওই দুই ছেলে। এতে মায়ের একটি দাঁত ভেঙে যায়। এ ঘটনায় গত মঙ্গলবার রাতে দুই ছেলেকে আসামি করে থানায় মামলা করেন ভুক্তভোগী মা জহুরা খাতুন। এরপর বৃহস্পতিবার সকালে বাড়ি থেকে আনোয়ারকে গ্রেপ্তার করা হয়।

আরও খবর

                   

সম্পর্কিত