প্রতিনিধি ২২ মে ২০২৪ , ১২:০১:২৫ প্রিন্ট সংস্করণ
সিএমপির বাকলিয়া থানার অভিযানে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকায় ০৫ জন আটক।
সিএমপির বাকলিয়া থানার এসআই (নি.) মোহাম্মদ শরীফুল আলম সঙ্গীয় ফোর্সসহ সিয়েরা-২২ (নৈশ) ডিউটি করাকালে ২১/০৫/২০২৪ খ্রি. সময় রাত ০৩.৩০ ঘটিকার সময় বাকলিয়া থানাধীন কালামিয়া বাজার ইসহাকের পুল নুরুল হকের ভাড়াঘরের নিচতলায় অভিযান পরিচালনা করে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকায় চারজন পুরুষ ও একজন নারীকে আটক করেন।
আটককৃতদের বিরুদ্ধে সিএমপি বাকলিয়া থানায় নন-এফআইআর প্রসিকিউশন রুজু হয়েছে।