অপরাধ

শুটারগান ও ফেন্সিডিলসহ কুখ্যাত অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার

  প্রতিনিধি ২৪ মে ২০২৪ , ১০:২২:১০ প্রিন্ট সংস্করণ

শুটারগান ও ফেন্সিডিলসহ কুখ্যাত অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার
শুটারগান ও ফেন্সিডিলসহ কুখ্যাত অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার

রাজশাহীর চারঘাট হতে ০২ টি ওয়ান শুটারগান ও ১০২ বোতল ফেন্সিডিলসহ ০১ জন কুখ্যাত অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৫।

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠার সময় থেকেই দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরনের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। জঙ্গি, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, মাদক, অস্ত্র, ভেজাল পণ্য, ছিনতাইকারী, প্রতারক, হত্যা এবং ধর্ষণ মামলার আসামিসহ সকল অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।

এরই ধারাবাহিকতায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে, র‌্যাব-৫, সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্প রাজশাহীর একটি অপারেশন দল ২৩ মে ২০২৪ তারিখ ০০১৩ ঘটিকায় রাজশাহী জেলার চারঘাট থানাধীন রাওথা (ঘোষপাড়া) নামক এলাকায় অপারেশন পরিচালনা করে ১। মোঃ রফিকুল ইসলাম (৪২), পিতা- মৃত মজিবুর রহমান, সাং- কাজলা (চার রাস্তার মোড়), থানা- মতিহার, রাজশাহী মহানগর‘কে গ্রেফতার করে এবং ওয়ান শুটারগান – ০২ টি, ফেন্সিডিল-১০২ বোতল, মোবাইল – ০১ টি, সীম কার্ড – ০২ টি উদ্ধার করে। ধৃত আসামী একজন এলাকার চিহ্নিত মাদক ও অস্ত্র ব্যবসায়ী। সে পেশায় একজন রিকশা চালক। সে রিকশায় যাত্রী পরিবহণের পাশা-পাশি দীর্ঘদিন যাবত আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে অবৈধ আগ্নেয়াস্ত্র, অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল, ইয়াবাসহ বিভিন্ন মাদক সীমান্তবর্তী অজ্ঞাত স্থান হতে নদী পার করে রাজশাহীর বিভিন্ন মাদক ও অস্ত্র ব্যবসায়ীর নিকট বিক্রয় করে আসছিল। তাছাড়া ধৃত আসামী নিজেও দীর্ঘদিন যাবত হেরোইন ও ইয়াবা সেবন করত।

উপরোক্ত ঘটনায় উদ্ধারকৃত ওয়ানশুটারগান এবং ফেন্সিডিলসমূহ রাজশাহী জেলার চারঘাট থানায় মামলা রুজুর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

আরও খবর

                   

সম্পর্কিত