অপরাধ

ফেইসবুকে“পাত্রী চাই” বিজ্ঞাপন দিয়ে তরুণীকে হোটেলে নিয়ে ধর্ষণ, আসামি গ্রেফতার

  প্রতিনিধি ২৪ মে ২০২৪ , ১০:২৭:১৭ প্রিন্ট সংস্করণ

ফেইসবুকে“পাত্রী চাই” বিজ্ঞাপন দিয়ে তরুণীকে হোটেলে নিয়ে ধর্ষণ, আসামি গ্রেফতার
ফেইসবুকে“পাত্রী চাই” বিজ্ঞাপন দিয়ে তরুণীকে হোটেলে নিয়ে ধর্ষণ, আসামি গ্রেফতার

সিএমপির পতেঙ্গা মডেল থানার অভিযানে ফেইসবুকে “পাত্রী চাই” বিজ্ঞাপন দিয়ে বিয়ের ফাঁদ তৈরি করে এক তরুণীকে হোটেলে নিয়ে ধর্ষণ মামলার একজন আসামি গ্রেফতার।

গত ০৮ এপ্রিল ২০২৪ খ্রি. ফেইসবুকে আসলাম চৌধুরী নামক একটি আইডি থেকে নিজেকে পল্লী বিদ্যুতের বড়ো অফিসার এবং চট্টগ্রাম শহরে নিজস্ব বাড়ি-গাড়ির মালিক বলে মিথ্যা পরিচয় দিয়ে ফেইসবুকে ‘পাত্রী চাই’ শিরোনামে পোস্ট দেয়। এই পোস্টের ফাঁদে ফেলে নগরীর এক প্রতিবন্ধী পরিবারের ২৭ বছরের তরুণীকে গত ১৪ মে ২০২৪ খ্রি. বিয়ের প্রলোভন দিয়ে পতেঙ্গা মডেল থানাধীন চরপাড়াস্থ বিএসএল আবাসিক হোটেলে নিয়ে এসে তাকে ধর্ষণ করে পরদিন সকাল ১০:০০ ঘটিকায় ভিকটিমকে নিয়ে মোটরসাইকেলযোগে ফৌজদারহাট রিং রোডের মাথায় গিয়ে ভিকটিমের দুইটি ব্যবহৃত মোবাইল নিয়ে উক্ত ভিকটিমকে কৌশলে মোটরসাইকেল থেকে নামিয়ে দিয়ে আসামি পালিয়ে যায়। এ সংক্রান্তে ভিকটিম নিজেই বাদী হয়ে পতেঙ্গা মডেল থানায় এজাহার দায়ের করেন।

উক্ত এজাহারের আলোকে পতেঙ্গা মডেল থানায় মামলা রুজুর হওয়ার পর তদন্তকারী কর্মকর্তা এসআই (নি.) আশিষ কুমার দে বিশ্বস্ত গুপ্তচরের তথ্যের ভিত্তিতে এবং তথ্যপ্রযুক্তির মাধ্যমে আসামির অবস্থান শনাক্তপূর্বক চট্টগ্রাম জেলার মীরসরাই থানা এলাকা থেকে সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে গত ২২/০৫/২৪ খ্রি. তারিখ ১৭:২০ ঘটিকার সময় গ্রেফতার করেন। গ্রেফতারের পরবর্তীতে জানা যায়, উক্ত আসামি যে পরিচয় ও নাম-ঠিকানা ব্যবহার করে ফেইসবুকে পোস্ট দেয় তা সম্পূর্ণ মিথ্যা। প্রকৃতপক্ষে তার সঠিক নাম শিবলী সাদিক নাঈম (৪১) ও বাড়ি নরসিংদী। ধৃত আসামিকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করে তার হেফাজতে থাকা ভিকটিমের নিকট থেকে কৌশলে নিয়ে যাওয়া ব্যবহৃত দুইটি মোবাইল ফোন উদ্ধারপূর্বক সাক্ষীদের উপস্থিতিতে জব্দতালিকা মূলে জব্দ করেন। আসামিকে বর্ণিত মামলায় গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

আরও খবর

                   

সম্পর্কিত