অপরাধ

রাজশাহীতে ১০০ গ্রাম গাঁজাসহ ০৭ মাদক ব্যবসায়ী ও ১০ মাদকসেবী গ্রেফতার

  প্রতিনিধি ২৫ মে ২০২৪ , ২:১৫:১২ প্রিন্ট সংস্করণ

রাজশাহীতে ১০০ গ্রাম গাঁজাসহ ০৭ মাদক ব্যবসায়ী ও ১০ মাদকসেবী গ্রেফতার
রাজশাহীতে ১০০ গ্রাম গাঁজাসহ ০৭ মাদক ব্যবসায়ী ও ১০ মাদকসেবী গ্রেফতার

রাজশাহীর রাজপাড়া হতে ১০০ গ্রাম গাঁজাসহ ০৭ জন মাদক ব্যবসায়ী ও ১০ জন মাদকসেবী গ্রেফতার করেছে র‌্যাব।

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠার সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে।

এরই ধারাবাহিকতায় সিপিএসসি, র‌্যাব-৫, রাজশাহীর একটি অপারেশন দল ২৩ মে ২০২৪ তারিখ সময় রাত্রী – ২২.৩০ ঘটিকায় রাজশাহী মহানগরীরর মতিহার থানাধীন বসুয়া অচিনপুর নামক এলাকায় অপারেশন পরিচালনা করে মাদক ব্যবসায়ী ১। মোঃ বাবলু (৬২), পিতা-মৃত বয়নুদ্দিন শেখ, সাং-ডিঙ্গাডোবা, থানা-রাজপাড়া, ২। মোঃ মনির (৩৯), পিতা-মৃত জান মোহাম্মদ, সাং- ৩। মোঃ বিপ্লব হোসেন (৪০), পিতা-সিরাজুল ইসলাম, উভয় সাং-বসুয়া অচিনতলা, থানা-মতিহার, ৪। মোঃ আশরাফ আলী (৫২), পিতা-মৃত জয়নুদ্দিন, সাং-দাসপুকুর, থানা-রাজপাড়া, ৫। মোঃ মেজদার আলী (৫৫), পিতা-মৃত নূর মোহাম্মদ, সাং-বসুয়া, থানা-মতিহার, ৬। মোঃ বাদল (৪৪), পিতা- মৃত আবুল হোসেন, সাং-চন্ডীপুর, থানা-মতিহার, ৭। মোঃ উজ্জল (৫০), পিতা-মৃত আলী আকবর, সাং-বসুয়া, থানা-মতিহার এবং মাদক সেবনকারী আসামী ৮। শ্রী অপু কুমার (২৪), পিতা-শ্রী অখিল কুমার, সাং-বহরমপুর, ৯। মোঃ সজিব (২৬), পিতা-হাবিবুর রহমান, সাং-তেরখাদিয়া, ১০। মোঃ সোহেল (২৮), পিতা-সাহেব আলী, ১১। মোঃ জনি (২৫), পিতা-খোকন আলী, ১২। মোঃ উজ্জল (৩০), পিতা-মোঃ হাবিবুর, ১৩। মোঃ আজিজুল (২৭), পিতা-সাইদুর রহমান, ১৪। মোঃ ফরহাদ (৩৪), পিতা-মৃত রুস্তম আলী, সর্ব সাং-বহরমপুর, ১৫। মোঃ হাসান (৩৫), পিতা- তোতা বিশ্বাস, সাং-নতুন বিলশিমলা, ১৬। মোঃ এত্তাকুল হক (২৭), পিতা একরামুল, ১৭। মোঃ বন্ধন (২৬), পিতা-মোঃ মনির, সাং-নতুন শিমলা, সর্ব থানা-রাজপাড়া, রাজশাহী মহানগরগনদের‘কে গ্রেফতার করে এবং গাঁজা- ১০০ গ্রাম, মোবাইল – ১৫ টি, সীমকার্ড – ২৪ টি, কলকি – ০৪ টি, লোহার কাটার – ০৩ টি, কাঠের টুকরা- ০৪ টি উদ্ধার করে।

উল্লেখ্য, ধৃত আসামীগন দীর্ঘদিন যাবত এলাকায় মাদক কারবারীর সাথে জড়িত। এলাকার বিভিন্ন মাদকসেবীদের কাছে গাঁজার পুরিয়া হিসেবে বিক্রয় করে আসছে। যার ফলে এলাকার যুব সমাজ ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে এবং জনসাধারনের শান্তি বিনষ্ট হচ্ছে। র‌্যাব-৫, সিপিএসসি, রাজশাহী ক্যাম্প এর আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে উক্ত ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে অবৈধ মাদকদ্রব্য গাঁজা বিক্রয় ও সেবনরত অবস্থায় আটক করতে সক্ষম হয়।

মাদকসেবী ও মাদক কারবারী সিন্ডিকেটের অন্যান্য সদস্যদের ধরতে র‌্যাব-৫, সিপিএসসি, রাজশাহী ক্যাম্পের গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে।

উপরোক্ত ঘটনায় রাজশাহী মহানগরীর রাজপাড়া থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

আরও খবর

                   

সম্পর্কিত