অপরাধ

ফেসবুকে বন্ধুত্বের ফাঁদে ফেলে প্রবাসীকে অপহরণ, আসামি আটক

  প্রতিনিধি ২৭ মে ২০২৪ , ৫:৩২:৩০ প্রিন্ট সংস্করণ

ফেসবুকে বন্ধুত্বের ফাঁদে ফেলে প্রবাসীকে অপহরণ,
ফেসবুকে বন্ধুত্বের ফাঁদে ফেলে প্রবাসীকে অপহরণ,

ফেইসবুকে বন্ধুত্বের ফাঁদে ফেলে অপহরণ—সিএমপির বায়েজিদ বোস্তামী থানার অভিযানে এক অপহরণকারী আটক এবং জোরপূর্বক ছিনিয়ে নেওয়া অর্থ ও মোবাইল উদ্ধার।

একজন প্রবাসী যুবক তথা ঘটনার ভিকটিমের সাথে একজন নারীর ফেইসবুকে পরিচয়ের সুবাদে বন্ধুত্ব হয়। ওই প্রবাসী যুবক বাংলাদেশে আসার কথা জানতে পেরে ওই নারী তাকে কিছু কসমেটিকস সামগ্রী আনতে বলে।

গত ১৫/০৫/২৪ খ্রি. প্রবাসী যুবক বাংলাদেশে আসেন। ২৪ মে বিকালবেলায় কসমেটিকস সামগ্রী নিয়ে তিনি ওই নারীর সাথে দেখা করতে গেলে ওই নারী ঘুরতে যাওয়ার কথা বলে ভিকটিমকে কৌশলে অপহরণ করে বায়েজিদ বোস্তামী থানাধীন আমিন টেক্সটাইল জামে মসজিদসংলগ্ন জিএম বাংলো পাহাড়ের উপরে নিয়ে গেলে পূর্ব-পরিকল্পিতভাবে অজ্ঞাতনামা ৭/৮ জন যুবক তাদের আটক করে। তখন ভিকটিমের সাথে থাকা নারী ওদের দলে যোগ দেয়। এক পর্যায়ে ভিকটিমকে পাহাড়ের উপর আটক রেখে মারধর করে ভিকটিমের নিকট থেকে ১। Iphone 12 Pro , ২। একটি স্মার্ট ওয়াচ, ৩। ১,৫০০ দেরহাম, ৪। ১,০০০ রুপিয়ার নোট একটি ও ১০,০০০ রুপিয়ার নোট একটি, ৫। নগদ ৫,০০০/-টাকা, ৬। একটি এক ভরি ওজনের স্বর্ণের চেইন, ৭। বিকাশের মাধ্যমে ৩২,১৯০/- টাকা জোরপূর্বক নিয়ে যায়। ভিকটিম বায়েজিদ বোস্তামী থানাতে ঘটনার বিষয়টি জানালে থানা পুলিশের একটি টিম অভিযান পরিচালনা করে উক্ত ঘটনার সাথে জড়িত মোঃ ইমরান (২৪)-কে ২৬/০৫/২৪ খ্রি. তারিখ সকাল ০৭.৩০ ঘটিকার সময় বায়েজিদ বোস্তামী থানাধীন শান্তি নগর এলাকা থেকে আটক করে এবং তার কাছ থেকে ভিকটিমের কাছ থেকে ছিনিয়ে নেওয়া Iphone 12 Pro, ৫০০ দেরহামের ০৩টি নোট- সর্বমোট ১৫০০ দেরহাম, ইন্দোনেশিয়ান ১০০০ রুপিয়ার নোট একটি ও ১০,০০০ রুপিয়ার নোট একটি উদ্ধার করে। গ্রেফতারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

আরও খবর

                   

সম্পর্কিত