অপরাধ

২৪ ঘন্টায় ময়মনসিংহ কোতোয়ালী থানার অভিযানে গ্রেফতার ০৪

  প্রতিনিধি ৩১ মে ২০২৪ , ১১:০১:০৩ প্রিন্ট সংস্করণ

২৪ ঘন্টায় ময়মনসিংহ কোতোয়ালী থানার অভিযানে গ্রেফতার ০৪
২৪ ঘন্টায় ময়মনসিংহ কোতোয়ালী থানার অভিযানে গ্রেফতার ০৪

ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার অভিযানে ইং ৩০/০৫/২০২৪ তারিখ গ্রেফতার ০৪ জন।
গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান পরিচালনা করিয়ামোট ০৪ জন আসামী গ্রেফতার করা হয়।

এসআই (নিঃ) সাইফুল ইসলাম মন্ডল সংগীয় ফোস সহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া
মাদক মামলার আসামী ১।সুমন (২৫), পিতামৃত-ওয়াজ আলী, সাং-আকুয়া ভাঙ্গাপুল, থানা-কোতোয়ালী,
জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করা হয় এবং তাহার নিকট হইতে ০৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
এসআই (নিঃ) সাইফুল ইসলাম মন্ডল সংগীয় ফোস সহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া
ডাকাতির চেষ্টা মামলার আসামী মোঃ জসিম (৩৫), পিতা-চাঁন মিয়া, সাং-চরপাড়া পপুলার ক্লিনিকের
পিছনে, থানা- কোতোয়ালী মডেল, জেলা–ময়মনসিংহকে গ্রেফতার করা হয়।

ইহাছাড়াও এসআই(নিঃ)শামছুজ্জামান, এএসআই(নিঃ) সাজেদুল ইসলাম প্রত্যেকে থানা এলাকায়
অভিযান পরিচালনা করিয়া ০২ জন গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামীদের গ্রেফতার করেন।
গ্রেফতারী পরোয়ানায়ভুক্ত আসামীর নাম-ঠিকানা।
১। মোঃ কিরন মিয়া, পিতা-আবু তালেব, স্থায়ী : গ্রাম- চর ঈশ্বরদিয়া, পো: লাল কুঠির দরবার শরীফ
উপজেলা/থানা- কোতোয়ালী মডেল, জেলা –ময়মনসিংহ
২। জাকির হোসেন (৩০), পিতা-সিদ্দিকুর রহমান, স্থায়ী-১: (৩৬ বাড়ী কলোনী) , উপজেলা/থানা-
ময়মনসিংহ সদর, জেলা -ময়মনসিংহ
প্রত্যেক আসামীদের চালান মোতাবেক যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরন করা

আরও খবর

                   

সম্পর্কিত