অপরাধ

২৪ ঘন্টায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযানে গ্রেফতার ২১

  Ockotwali Mymensingh ১৮ এপ্রিল ২০২৪ , ১১:২৮:২০ প্রিন্ট সংস্করণ

২৪ ঘন্টায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযানে গ্রেফতার ২১
২৪ ঘন্টায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযানে গ্রেফতার ২১

ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার অভিযানে ইং ১৭/০৪/২০২৪ তারিখ গ্রেফতার ২১জন।

গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান পরিচালনা করিয়ামোট ১৭ জন আসামী গ্রেফতার করা হয়।

এসআই(নিঃ) সাইফুল ইসলাম মন্ডল, কোতোয়ালী মডেল থানা, ময়মনসিংহ সঙ্গীয়
অফিসার ও ফোর্স সহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া ডাকাতির চেষ্টা মামলার
ঘটনার সহিত জড়িত মর্মে সন্দিগ্ধ আসামী ১। সাব্বির (২৫), পিতা-মতিন, সাং-চর
পাড়া, ২। মোঃ রনি (২৭), পিতা-মোঃ তারা মিয়া, সাং-চর ঈশ্বরদিয়া শিমুলতলী মোড়, ৩।
মোঃ নাঈম (২০), পিতা-ফিরোজ মিয়া, সাং-বোররচর মৃর্ধাপাড়া, এপি/সাং-র‌্যালির মোড়,
সর্ব থানা- কোতোয়ালী মডেল, জেলা–ময়মনসিংহদেরকে কোতোয়ালী মডেল থানাধীন
দিঘারকান্দা বাইপাস মোড় এলাকা হইতে গ্রেফতার করা হয়।
এসআই(নিঃ) ত্রিদীপ কুমার বীর কোতোয়ালী মডেল থানা, ময়মনসিংহ সঙ্গীয়
অফিসার ও ফোর্স সহ কোতোয়ালী মডেল থানাধীন চর গোবদিয়া বড়ইকান্দি শেষ মাথা
নদীর পাড়ে জনৈক আজিজুল এর চায়ের দোকানের সামনে উপস্থিত হইয়া মারামারির ঘটনা
সংঘটনের পরপর পলাইয়া যাওয়ার সময় স্থানীয় উত্তেজিত জনতা মোশারফ (২৪), পিতা-
জামাল উদ্দিন, মাতা- মর্জিনা খাতুন, সাং-চর নিলক্ষীয়া ভাটিপাড়া খায়ড়া বাড়ী, থানা-
কোতোয়ালী মডেল, জেলা-ময়মনসিংহ আটক করিলে তাহাদের নিকট হইতে হেফাজতে নিয়া
নিয়মিত মামলায় গ্রেফতার করা হয়।

এসআই(নিঃ) আসাদুজ্জামান, কোতোয়ালী মডেল থানা, ময়মনসিংহ সঙ্গীয়
অফিসার ও ফোর্স সহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া চোরাই বাই সাইকেল সহ
মোঃ হাসান (১৬), পিতা-মোঃ আবু হানিফ, মাতা-মোছাঃ চম্পা খাতুন, সাং-চর কালিবাড়ী
মধ্যপাড়া, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহকে কোতোয়ালী মডেল থানাধীন সিটি
কর্পোরেশন এর ৩২নং ওয়ার্ড এর চর কালিবাড়ী সাকিনস্থ জনৈক ইউনুস আলী ফকির
এর টিনশেট বসতবাড়ীর বৈঠক ঘর হইতে গ্রেফতার করা হয়।
এসআই(নিঃ) আলী আকবর, কোতোয়ালী মডেল থানা, ময়মনসিংহ সঙ্গীয় অফিসার
ও ফোর্স সহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া নিয়মিত মামলার আসামী ১।
কায়সার আহমেদ শুভ (২৬), পিতা-আব্দুল্লাহ আল মামুন, সাং-কালিবাড়ী পারুলীতলা,
থানা- মুক্তাগাছা, জেলা -ময়মনসিংহ, ২। মোঃ মেহেদী হাসান, পিতা-মোঃ মফিদুল ইসলাম,
সাং-শেখবাড়ী, ভারুয়াখালী, উপজেলা/থানা- জামালপুর সদর, জেলা–জামালপুরদ্বয়কে
গ্রেফতার করেন।
এসআই(নিঃ) ত্রিদীপ কুমার বীর কোতোয়ালী মডেল থানা, ময়মনসিংহ সঙ্গীয়
অফিসার ও ফোর্স সহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া প্রকাশ্যে টাকার
বিনিময়ে তাস দ্বারা জুয়া খেলারত অবস্থায় আসামী চর গোবিন্দপুর এলাকা হইতে
আসামী ১। ইউসুফ আলী (৪৮), পিতা- আশরাফ আলী, ২। মজিবুর রহমান (৫২), পিতা- মৃত
গোলাম হোসেন, ৩। জয়নাল (৪৮), পিতা- জালাল উদ্দিন, ৪। আলম (৩৫), পিতা- আব্দুল
মালেক, সর্ব সাং- চর গোবিন্দপুর, ৫। মোঃ সেলিম (৫৮), পিতা- মৃত বুইজ উদ্দিন, ৬।
মজিবুর (৩৫), পিতা- মৃত মাহতাব উদ্দিন, উভয় সাং- চর ঈশ^রদিয়া, সর্ব থানা-
কোতোয়ালী, জেলা- ময়মনসিংহদের নগদ ১৩১০/-টাকা ও তাস সহ গ্রেফতার করা হয়।
ইহাছাড়াও এসআই(নিঃ) শুভ্র সাহা, নুর মোহাম্মদ, এএসআই/ছামিউল হক, মাহমুদুল
হাসানগন থানা এলাকায় পৃথক পৃথক অভিযান পরিচালনা করিয়া ০৪ জন গ্রেফতারী
পরোয়ানাভুক্ত আসামীদের গ্রেফতার করেন।

গ্রেফতারী পরোয়ানায়ভুক্ত আসামীর নাম-ঠিকানা।
১। মোঃ নুরুল্লাহ মাসুম, পিতা-মোঃ হালিম দুলাল, গ্রাম- আকুয়া (মোড়ল পাড়া )
২। নাজমা আক্তার (৪৩), স্বামী- মোঃ শহিদুল ইসলাম, গ্রাম- ভাটি ঘাগড়া উজান পাড়া
৩। রিয়াদ, পিতা-লিটন, স্থায়ী: গ্রাম- আকুয়া ভাঙ্গাপুল,
৪। পাপ্পু , পিতা-মৃত-মফিজ উদ্দিন, সাং-কেওয়াটখালী) , সর্ব থানা- ময়মনসিংহ সদর,
জেলা –ময়মনসিংহ।
প্রত্যেক আসামীদের চালান মোতাবেক যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে
প্রেরন করা হয়।

আরও খবর

                   

সম্পর্কিত