অপরাধ

সারা দেশে আরও ৪০৩ জন গ্রেপ্তার

  অপরাধ ডেস্ক ৩০ জুলাই ২০২৪ , ১১:৫৮:০১ প্রিন্ট সংস্করণ

সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলন ঘিরে সারা দেশে সরকারি স্থাপনায় ভাঙচুর, অগ্নিসংযোগ,পুলিশের ওপর হামলা, সরকারি কাজে বাধা দেওয়াসহ সহিংসতার অভিযোগে গত ১০ দিনে প্রায় আট হাজার সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়েছে।

গতকাল সোমবার পর্যন্ত রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় করা পাঁচ শতাধিক মামলায় তাদের গ্রেফতার করা হয়। পুলিশ সূত্র এসব তথ্য জানিয়েছে।

প্রথম আলোর প্রতিনিধিরা ১৭ জুলাই থেকে দেশের মহানগর, জেলা ও থানা-পুলিশ সূত্র থেকে মামলা ও গ্রেপ্তারের তথ্য সংগ্রহ করছেন। গতকাল পর্যন্ত সারা দেশে মোট ১০ হাজার ২৮ জন গ্রেপ্তারের তথ্য পাওয়া গেছে।

আরও খবর

                   

সম্পর্কিত