প্রতিনিধি ২৫ এপ্রিল ২০২৪ , ৩:৩২:২১ প্রিন্ট সংস্করণ
সিএমপি কোতোয়ালী থানার অভিযানে ডাকাতির প্রস্তুতি গ্রহণকালে বোল্ড কাটার, টিপছোরাসহ গ্রেফতার ০৪ জন।
সিএমপি কোতোয়ালী থানার এসআই মো. মেহেদী হাসান, এসআই মুহাম্মদ মোশাররফ হোসাইন, এসআই মিজানুর রহমান চৌধুরী, এসআই খায়রুল বাশার সাজিদ, এএসআই রনেশ বড়ুয়া সঙ্গীয় ফোর্সসহ ২৩/০৪/২০২৪ খ্রি. গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালী থানাধীন পলোগ্রাউন্ড বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সামনে ফুটপাতের উপর অভিযান পরিচালনা করে ডাকাতির প্রস্তুতি গ্রহণকালে ০১টি বোল্ড কাটার, ০১টি প্লাস্টিকের হাতলযুক্ত ফোল্ডিং ছোরা, ০১ টি স্টিলের তৈরি টিপছোরা ও ১টি স্ক্রু ড্রাইভারসহ ১। মিজানুর রহমান অমিত (২২), ২। মো. রিয়াদ প্রকাশ রিয়াজ (৩২), ৩। সম্রাট (৩৫) ও ৪। মো. আমিন প্রকাশ আব্দুল আমিন (২৮)-কে আটক করেন।
আটককৃতদের বিরুদ্ধে সিএমপির বিভিন্ন থানায় একাধিক মামলা রুজু আছে মর্মে প্রাথমিক তদন্তে জানা যায়।