অপরাধ

বিশেষ অভিযানে কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশন এলাকা হতে টিকিট কালোবাজারী আটক

  প্রতিনিধি ৪ এপ্রিল ২০২৪ , ৩:৪৬:৩৩ প্রিন্ট সংস্করণ

বিশেষ অভিযানে কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশন এলাকা হতে টিকিট কালোবাজারী আটক
বিশেষ অভিযানে কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশন এলাকা হতে টিকিট কালোবাজারী আটক

*র‌্যাব-১৪ এর সিপিসি-২, কিশোরগঞ্জ কর্তৃক বিশেষ অভিযানে কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশন এলাকা হতে ৪২টি আসনের ১১টি ট্রেনের অগ্রীম টিকিট, নগদ ৪,৫০০/-টাকা এবং ০৩টি মোবাইল’সহ ০২(দুই)জন টিকিট কালোবাজারী আটক।

র‌্যাব তার প্রতিষ্ঠালগ্ন থেকে জঙ্গি ও সন্ত্রাস, মাদক, অস্ত্র, অপহরণ, হত্যা, নারী নির্যাতন ও ধর্ষণসহ বিভিন্ন প্রকার অবৈধ কর্মকান্ডের বিরুদ্ধে আপোষহীন অবস্থানে থেকে কাজ করে যাচ্ছে যা দেশের সর্বস্তরের জনসাধারণ কর্তৃক ইতোমধ্যেই বিশেষ ভাবে প্রশংসিত হয়েছে। র‌্যাব-১৪, কিশোরগঞ্জ এর দায়িত্বপূর্ণ এলাকায় টিকিট কালোবাজারী সংক্রান্ত অপরাধ কর্মকান্ড দমনের লক্ষ্যে র‌্যাব ফোর্সেস অত্যন্ত পেশাদারিত্বের সাথে জড়িত ব্যক্তিদের গ্রেফতার করে আইনের আওতায় এনে কালোবাজারীমুক্ত দেশ গড়তে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।

এরই ধারাবাহিকতায় র‌্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের নিকট বেশ কিছু দিন ধরে বিভিন্ন মাধ্যমে অভিযোগ আসতে থাকে যে, পবিত্র ঈদ কে সামনে রেখে ০১টি টিকিট কালো বাজারী চক্র কিশোরগঞ্জ সদর ও কটিয়াদী রেলওয়ে ষ্টেশন এর আশপাশের এলাকায় ট্রেনের টিকিট অনলাইন ও কাউন্টার থেকে অগ্রীম ক্রয় করে অবৈধভাবে নিজেদের কাছে মজুদ করে রাখে এবং পরবর্তীতে সাধারণ জনগনের মাঝে বেশি দামে উক্ত টিকিট বিক্রয় করে থাকে। উক্ত তথ্যের সত্যতা যাচাইয়ের জন্য উক্ত কালো বাজারী চক্রের উপর র‌্যাবের নিরবিচ্ছিন্ন গোয়েন্দা নজরদারী চালানো হয় এবং তথ্যের সত্যতা পাওয়া যায়। এরই প্রেক্ষিতে অদ্য ০৩ এপ্রিল ২০২৪খ্রিঃ ১৪:০০ ঘটিকায় কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশন ও কটিয়াদী থানার গচিহাটা রেলওয়ে স্টেশন এলাকা হতে র‌্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে ৪২(বিয়াল্লিশ)টি আসনের ১১(এগার)টি ট্রেনের অগ্রীম টিকিট’সহ টিকিট কালো বাজারীর সাথে জড়িত ১। মোঃ রহমত উল্লাহ(২৯), পিতা-মো: কাছুম আলী, সাং-ফুলবাড়িয়া, ২। মোঃ মোখলেছ ভূইয়া(২০), পিতা-কাজল ভূইয়া, সাং-সহশ্রাম, উভয় থানা-কটিয়াদী, জেলা-কিশোরগঞ্জদ্বয়’কে গ্রেফতার করা হয়। সে সময় তাদের নিকট হইতে টিকিট বিক্রয়ের নগদ ৪,৫০০/-টাকা সহ ০৩টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত আসামীদ্বয়কে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা টিকিট কালবাজারী চক্রের সদস্য। তারা পবিত্র ঈদকে সামনে রেখে টিকিট কালোবাজারী করার জন্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে প্রতিনিয়ত অভিনব কৌশল অবলম্বন করতো। এ সকল কালোবাজারীদের আইনের আওতায় এনে টিকিট কালোবাজারীমুক্ত দেশ গড়তে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে। উল্লেখ্য যে, গ্রেফতারকৃত মোঃ রহমত উল্লাহ(২৯) রেলওয়েতে চাকুরী করে বলে জানাই।

গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে কিশোরগঞ্জ জেলার সদর মডেল থানা ও কটিয়াদী থানায় মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

আরও খবর

                   

সম্পর্কিত