প্রতিনিধি ১ মে ২০২৪ , ২:৪১:২০ প্রিন্ট সংস্করণ
কর্ণফুলী থানা পুলিশ কর্তৃক বিলুপ্ত প্রজাতির বন্যপ্রাণী দুটি চশমা হনুমানশাবক উদ্ধার; আটক একজন।
গত ২৯/৪/২৪ খ্রি. তারিখ রাত আনুমানিম ২৩.৪৫ ঘটিকার সময় কর্ণফুলী থানাধীন আখতারুজ্জামান চত্বর পুলিশ চেকপোস্টের সামনে গোপন সংবাদের ভিত্তিতে এসআই এন্টারপ্রাইজের কক্সবাজার-নওগা র্যুটের ঢাকা মেট্রো-ব ১৫-৭০৪২ বাসের সুপারভাইজার রাসেল চৌধুরী প্রকাশ সজল (৪৫)-এর হেফাজত হতে বিলুপ্ত প্রজাতির বন্যপ্রাণী দুটি চশমা হনুমানশাবক উদ্ধারপূর্বক জব্দ করা হয়।
আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।