প্রতিনিধি ৫ মে ২০২৪ , ৮:৫১:২৫ প্রিন্ট সংস্করণ
ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার অভিযানে ইং ০৫/০৫/২০২৪ তারিখ গ্রেফতার ১১ জন।
গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান পরিচালনা করিয়ামোট ১১ জন আসামী গ্রেফতার করা হয়।
এসআই(নিঃ) মনিতোষ মজুমদার, কোতোয়ালী মডেল থানা, ময়মনসিংহ সঙ্গীয় অফিসার ও
ফোর্স সহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া চুরি মামলার আসামী ১।মোঃ রনি (২৪), পিতা-মোঃ
আনোয়ার হোসেন, সাং-বয়ড়া জামতলা, ২। মোখলেছুর রহমান (২৫), পিতা-মোঃ মজিবুর রহমান, সাং-সুতিয়াখালী,
থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহদ্বয়কে গ্রেফতার করা হয়।
এসআই(নিঃ) কুমোদলাল দাস, কোতোয়ালী মডেল থানা, ময়মনসিংহ সঙ্গীয় অফিসার ও ফোর্স
সহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া মাদক মামলার আসামী ১। মিন্টু পন্ডিত (৪২), পিতা-পরেশ
পন্ডিত, মাতা-শক্তি দেবী, সাং-কালিবাড়ি, কবরখানা, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করা হয়
এবং তাহার নিকট হইতে ১৫০ পিস ইনজেকশন উদ্ধার করা হয়।
এসআই(নিঃ) টিটু সরকার, কোতোয়ালী মডেল থানা, ময়মনসিংহ সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ
থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া অন্যান্য মামলার আসামী ১। ইব্রাহিম (২৮), পিতা-আজিজুল
হক, সাং-ষোল হাসিয়া, ২। সোনিয়া আক্তার (২৩), পিতা-হিরা মিয়া, সাং-জর্ম্মেজয়, উভয় থানা-
গফরগাও, জেলা-ময়মনসিংহদ্বয় কে গ্রেফতার করা হয়।
এএসআই(নিঃ) মাহমুদুল হাসান, কোতোয়ালী মডেল থানা, ময়মনসিংহ সঙ্গীয় অফিসার ও ফোর্স
সহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া অন্যান্য মামলার আসামী ১। আশিক (২৮), পিতা-রাশেদ,
সাং-সেহড়া ডিবি রোড, ২। মেহেদী (২৫), পিতা-আঃ মালেক, সাং-নাটক ঘরলেন, ৩। অন্তু বণিক (২৫),
পিতা-ভূবন চন্দ্র বনিক, সাং-আরকে মিশন রোড রুটিওয়ালা পাড়া, সর্ব থানা-কোতোয়ালী, জেলা-
ময়মনসিংহদেরকে গ্রেফতার করা হয়।
ইহাছাড়াও এসআই(নিঃ) দেবাশীষ সাহা, এএসআই(নিঃ) আনোয়ার হোসেন, আশরাফুল আলম শান্ত
প্রত্যেকে থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া ০৩ জন গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামীদের
গ্রেফতার করেন।
গ্রেফতারী পরোয়ানায়ভুক্ত আসামীর নাম-ঠিকানা।
১। মোঃ মহসীন (২৮), পিতা-মৃতঃ আব্দুর রাজ্জাক, স্থায়ী-১: গ্রাম- কাশর (আউটার স্টেডিয়াম-কাশর,
উপজেলা/থানা- ময়মনসিংহ সদর, জেলা -ময়মনসিংহ
২। মোঃ ইসমাইল হোসেন, পিতা-মৃত: সিরাজুল ইসলাম, স্থায়ী : গ্রাম- ব্রাহ্মপল্লী (সিরাজ ম্যানসন-২)
, উপজেলা/থানা- কোতোয়ালী মডেল, জেলা -ময়মনসিংহ
৩। প্রদীপ কুমার সাহা, পিতা-নিরন্দ্র সাহা, স্থায়ী : গ্রাম- শম্ভুগঞ্জ (শম্ভুগঞ্জ বাজারা রাইট
ফার্মা) , উপজেলা/থানা- কোতোয়ালী মডেল, জেলা -ময়মনসিংহ,
প্রত্যেক আসামীদের চালান মোতাবেক যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরন করা
হয়।