অপরাধ

নারায়নগঞ্জের ক্লুলেস মার্ডারের মূল সন্দেহভাজন আসামি ময়মনসিংহে গ্রেফতার

  অপরাধ ডেস্ক ৭ মে ২০২৪ , ১১:৫৬:৫২ প্রিন্ট সংস্করণ

নারায়নগঞ্জের ক্লুলেস মার্ডারের মূল সন্দেহভাজন আসামি ময়মনসিংহে গ্রেফতার
নারায়নগঞ্জের ক্লুলেস মার্ডারের মূল সন্দেহভাজন আসামি ময়মনসিংহে গ্রেফতার

“হত্যার পর গুমের উদ্দেশ্যে নারায়নগঞ্জের শীতলক্ষ্যা নদীতে লাশ : লোমহর্ষক ক্লুলেস মার্ডারের মূল সন্দেহভাজন আসামিকে গ্রেফতার করলো র‍্যাব-১৪, ময়মনসিংহ।

১। র‌্যাব তার প্রতিষ্ঠালগ্ন থেকে জঙ্গি ও সন্ত্রাস, মাদক, অস্ত্র, অপহরণ, হত্যা, নারী নির্যাতন ও ধর্ষণসহ বিভিন্ন প্রকার অবৈধ কর্মকান্ডের বিরুদ্ধে আপসহীন অবস্থানে থেকে কাজ করে যাচ্ছে যা দেশের সর্বস্তরের জনসাধারণ কর্তৃক ইতোমধ্যেই বিশেষভাবে প্রশংসিত হয়েছে। র‌্যাব-১৪ এর দায়িত্বপূর্ণ এলাকায় বিভিন্ন হত্যা সংক্রান্ত অপরাধ কর্মকান্ড দমনের লক্ষ্যে র‌্যাব ফোর্সেস অত্যন্ত পেশাদারিত্বের সাথে জড়িত ব্যক্তিদের গ্রেফতার করে আইনের আওতায় এনে হত্যার মত জঘন্য কাজ থেকে সমাজ তথা দেশকে বাঁচাতে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।

২। এখানে উল্লেখ্য যে, ঘটনার দিন ১১/০৩/২০২৪ তারিখ অনুমান সকাল ১০.১৫ ঘটিকার সময় জাতীয় জরুরী সেবা ৯৯৯ এর মাধ্যমে পুলিশকে জানানো হয় যে, নারায়নগঞ্জ সদর থানাধীন আল আমিন নগর সাকিনস্থ এস এস রহমান ডক ইয়ার্ড ঘাট সংলগ্ন শীতলক্ষ্যা নদীর পশ্চিম পাড়ে পানিতে একটি অজ্ঞাতনামা পুরুষ(৩৫) এর মৃতদেহ ভেসে আছে। তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে মৃতদেহটির মৃত্যুর সঠিক কারণ নির্ণয় ও ময়না তদন্তের জন্য নারায়নগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতাল মর্গে মৃতদেহটি প্রেরণ করে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে নারায়নগঞ্জ জেলার সদর মডেল থানায় অজ্ঞাতনামা আসামী/আসামীদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। উক্ত হত্যাকান্ডের ঘটনায় অজ্ঞাতনামা আসামী/ আসামীদের সনাক্ত করে আইনের আওতায় নিয়ে আসার জন্য র‌্যাব-১৪, ময়মনসিংহ গোয়েন্দা নজরদারী শুরু করে।

৩। এরই প্রেক্ষিতে, বিভিন্ন তথ্য উপাত্ত সংগ্রহ ও বিশ্লেষণের মাধ্যমে অধিনায়ক র‌্যাব-১৪, ময়মনসিংহ মহোদয়ের নির্দেশক্রমে র‍্যাব-১৪, সদর ব্যাটালিয়নের অপারেশনস্ অফিসার অতিঃ পুলিশ সুপার জুলফিকার আলী এর নেতৃত্বে একটি আভিযানিক দল ইং ০৬/০৫/২০২৪ খ্রি. তারিখ সকাল অনুমান ০৩.০০ ঘটিকায় ময়মনসিংহের মাইজবাগ, শাখুয়াই, হালুয়াঘাট অভিযান পরিচালনা করে অজ্ঞাতনামা পুরুষ(৩৫) হত্যা মামলার সন্দিগ্ধ আসামী মোঃ শামসুল ইসঃ খোকা(৩৫), পিতা-মৃত ইমাম হোঃ, সাং-সাকোআই, থানা-হালুয়াঘাট, জেলা- ময়মনসিংহ‘কে গ্রেফতার করতে সক্ষম হয়।

৪। ধৃত আসামীকে নারায়নগঞ্জ জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

৫। এ ধরনের অপরাধের বিরুদ্ধে র‌্যাবের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আরও খবর

                   

সম্পর্কিত