প্রতিনিধি ৬ এপ্রিল ২০২৪ , ১১:২০:৫৭ প্রিন্ট সংস্করণ
ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার অভিযানে তারিখ গ্রেফতার ০৭জন।
গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান পরিচালনা করিয়া
মোট ০৭ জন আসামীদেরকে গ্রেফতার করা হয়।
এসআই(নিঃ) সাইদুর রহমান, কোতোয়ালী থানা, ময়মনসিংহ সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ থানা এলাকায়
অভিযান পরিচালনা করিয়া মাদক মামলার আসামী ১। নুর মোহাম্মদ (২৩), পিতা-তাইজ উদ্দিন, সাং-কৃষ্টপুর
আটানী পুকুর পাড়, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করা হয় এবং তাহার নিকট হইতে ০৬
গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
এসআই(নিঃ) সাজ্জাদ হোসেন সজীব, কোতোয়ালী থানা, ময়মনসিংহ সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ থানা
এলাকায় অভিযান পরিচালনা করিয়া অন্যান্য মামলার আসামী ১। মোঃ মনির মিয়া (২৪), পিতামৃত-শেখবর আলী
সাং-বাশবাড়ী কলোনী, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করা হয়।
এএসআই(নিঃ) আবু সায়েম, কোতোয়ালী থানা, ময়মনসিংহ সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ থানা এলাকায়
অভিযান পরিচালনা করিয়া অন্যান্য মামলার আসামী ১। মোঃ তুষার (১৮), পিতামৃত-আলতু মিয়া, ২। মারুফ (২০),
পিতা-সেলিম মিয়া, ৩। রাহাত (১৮), পিতা-আবু তাহের, সর্ব সাং-বলাশপুর কসাইপাড়া, থানা-কোতোয়ালী, জেলা-
ময়মনসিংহদের গ্রেফতার করা হয়।
ইহাছাড়াও এএসআই(নিঃ) ছামিউল হক, হুমায়ুন কবির প্রত্যেকে থানা এলাকায় পৃথক পৃথক অভিযান পরিচালনা
করিয়া ০২ জিআর বডি তামিল করেন।
জিআর গ্রেফতারী পরোয়ানায় ০২ জন।
১।আব্দুর রাব্বী (২১), পিতা-হযরত আলী, স্থায়ী: (চর নিলক্ষীয়া পাড়া লক্ষীপুর) ,
উপজেলা/থানা- ময়মনসিংহ সদর, জেলা –ময়মনসিংহ
২। মোঃ শাহীন, পিতা-মোঃ খালেক, প্রোঃ মেসার্স শাহীন বস্ত্রালয়, তপন প্লাজা, জে.এস.প্লাজার
বিপরীত পার্শ্বে, শম্ভুগঞ্জ, পূর্ব বাজার, শম্ভুগঞ্জ , উপজেলা/থানা- ময়মনসিংহ সদর, জেলা -ময়মনসিংহ
প্রত্যেক আসামীদের চালান মোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়।