অপরাধ

জামালপুরে বৈশাখী মেলায় প্রকাশ্যে ‘গাঁজার দোকান’ 

  প্রতিনিধি ৯ মে ২০২৪ , ৯:১৬:৫৮ প্রিন্ট সংস্করণ

জামালপুরে বৈশাখী মেলায় প্রকাশ্যে ‘গাঁজার দোকান’ 
জামালপুরে বৈশাখী মেলায় প্রকাশ্যে ‘গাঁজার দোকান’  ছবিঃ সংগৃহীত

জামালপুরের মেলান্দহ উপজেলায় পীর ও সাধক হযরত শাহ কামাল (রহ) ইয়েমেনীর মাজারকে কেন্দ্র করে প্রতিবছর বৈশাখ মাসের প্রথম দিন থেকেই মাসব্যাপী বৈশাখী মেলা অনুষ্ঠিত হয়ে থাকে।

২৪ দিনেরও বেশি সময় ধরে মেলার নামে চলছে মাদকসেবন ও বেচাকেনা‌। দোকানে প্রকাশ্যে বিক্রি হচ্ছে গাঁজা।

জানা যায়, উপজেলার দুরমুট এলাকায় পীর ও সাধক হযরত শাহ কামাল ইয়েমেনীর মাজার অবস্থিত। এই মাজারকে কেন্দ্র করে প্রতিবছর বৈশাখ মাসের প্রথম দিন থেকেই মাস ব্যাপী বৈশাখী মেলা অনুষ্ঠিত হয়ে থাকে। মেলাকে কেন্দ্র করেই মাজারে এক কিলোমিটার আশপাশে বসে বিভিন্ন দোকান।মেলায় আসা ভক্তদের দোকানে প্রকাশ্যে বিক্রি হচ্ছে গাঁজা। এবার  মেলায় ভক্তদের প্রায় ৫০০ দোকান রয়েছে।জানা যায়, উপজেলার দুরমুট এলাকায় পীর ও সাধক হযরত শাহ কামাল (রহ) ইয়েমেনীর মাজার অবস্থিত। মেলাকে কেন্দ্র করেই মাজারে এক কিলোমিটার আশপাশে বসে বিভিন্ন দোকান। তবে মেলায় আসা ভক্তদের দোকানে প্রকাশ্যে বিক্রি হচ্ছে গাঁজা। মেলায় ভক্তদের প্রায় ৫০০ দোকান রয়েছে।

এ বিষয়ে মেলা কমিটির সভাপতি ও দুরমুট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ খালেকুজ্জামান জুবেরীকে মোবাইল ফোনে একাধিক বার কল দিলেও তিনি ফোন রিসিভ করেনি।

জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো.সোহেল মাহমুদ বলেন, কিছুদিন আগেও অভিযান পরিচালনা করে গাঁজাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়। জেলা পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছেন।

মেলান্দহ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবা হক বলেন, মেলায় অভিযান অব্যাহত রয়েছে। আর সব সময় পুলিশ টহলে রয়েছে। আমি নিজেও কয়েকদিন অভিযান পরিচালনা করেছি।

আরও খবর

                   

সম্পর্কিত