প্রতিনিধি ১১ মে ২০২৪ , ৪:৩৬:৪০ প্রিন্ট সংস্করণ
জেলা গোয়েন্দা শাখা, ময়মনসিংহ এর অভিযানে ১৫ গ্রাম হেরোইনসহ গ্রেফতার-০১।
এসআই(নিঃ) মাহফুজুর রহমান সংগীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানাধীন কালিবাড়ী সাকিনস্থ জেলা প্রাণি সম্পদ কর্মকর্তার কার্যালয় এর মেইন গেইটের সামনে পাকা রাস্তার উপর হইতে ১০ মে ২০২৪ খ্রিঃ তারিখ ২২.৪৫ ঘটিকায় ১৫ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী ১। পলাশ দাস (২১), পিতা- হেমলাল দাস, মাতা- মায়ারানী দাস , গ্রাম- কৃষ্টপুর (মুচারপট্টি) , থানা- কোতোয়ালী মডেল, জেলা –ময়মনসিংহকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামি দীর্ঘদিন যাবৎ মাদক কারবারির সাথে জড়িত এবং এই চক্রের সাথে জড়িত অন্যান্যদের সনাক্ত ও গ্রেফতারের অভিযান অব্যাহত।গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে ০২টি মামলা আছে।
উদ্ধারকৃত ১৫ গ্রাম হেরোইন উদ্ধার বিষয়ে গ্রেফতারকৃত ০১ জন আসামীর বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় মামলা দায়ের করে আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।