ডুয়েট প্রতিনিধি ২০ সেপ্টেম্বর ২০২৪ , ১২:২০:৪০ প্রিন্ট সংস্করণ
ফেনী,নোয়াখালী, কুমিল্লার সর্বশেষ বন্যায় ডুয়েটের যেসকল শিক্ষার্থীদের পরিবার ক্ষতিগ্রস্থ হয়েছে তাদের পুনর্বাসনের জন্য ডুয়েটে উত্তোলিত ফান্ড থেকে “টোকেন অব লাভ” নামে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
আজ দুপুর ২.৩০ টায় ডুয়েটের প্রশাসনিক ভবনের সেমিনার হলে আয়োজিত প্রোগ্রামের মাধ্যমে এই উপহার প্রদান করা হয়।
এতে বন্যায় ক্ষতিগ্রস্থ ডুয়েট শিক্ষার্থীদের পরিবারদের ক্ষতির পরিমান বিবেচনা করে ২৩ জন কে বিভিন্ন অংকের আর্থিক উপহার প্রদান করা হয়েছে।
ফান্ড কালেকশনের সমন্বয়ক মোহাম্মদ আমান উল্ল্যার সঞ্চালনায় উক্ত প্রোগ্রামে উপস্থিত ছিলেন ডুয়েটের ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ডক্টর আরেফিন কাউসার, ছাত্রকল্যান পরিচালক প্রফেসর উৎফল কুমার দাস, তড়িৎ কৌশল বিভাগের ডিন প্রফেসর শারাফাত হোসেন, গনিত বিভাগের প্রফেসর মো: মাহমুদ আলম।
ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ড.মো.আরেফিন কাউসার তার বক্তব্যে ডুয়েটিয়ান দের এই মহৎ কাজের উদ্যোগ নেওয়ার জন্য উদ্যোক্তা এবং ফান্ড কালেকশনের সাথে সংযুক্ত সকল ছাত্রছাত্রীদের ধন্যবাদ দেন এবং তিনি আশা করেন ডুয়েটিয়ানরা আগামীতেও জাতীয় যেকোন সমস্যায় ঐক্যবদ্ধ ভাবে এগিয়ে আসবে।
উল্লেখ্য গত আগষ্ট মাসে দেশের দক্ষিণ- পূর্বাঞ্চালে আকস্মিক বর্ন্যায় ক্ষতিগ্রস্তদের উদ্ধার কার্য পরিচালনা এবং খাদ্য সামগ্রী প্রদানের মাধ্যমে প্রথম থেকেই বন্যার্তদের মাঝে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন ডুয়েটের শিক্ষার্থীরা।