জাতীয়

শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে কর্মবিরতি ঘোষণা শিক্ষকদের

  প্রতিনিধি ৭ মে ২০২৪ , ২:৪৬:২৩ প্রিন্ট সংস্করণ

শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে কর্মবিরতি ঘোষণা শিক্ষকদের
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে কর্মবিরতি ঘোষণা শিক্ষকদের ছবিঃ সংগৃহীত

শনিবারও মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান খোলার প্রতিবাদে এক ঘণ্টার কর্মবিরতি পালনের আহ্বান জানিয়েছে বাংলাদেশ মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতি।ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আগামী শনিবার (১১ মে) সকাল ১০টা থেকে সকাল ১১টা পর্যন্ত সারা দেশের মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে এ কর্মসূচি পালন করার আহ্বান জানানো হয়।

সোমবার বিকেলে গণমাধ্যমে পাঠানো বাংলাদেশ মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতির কেন্দ্রীয় সভাপতি জাহাঙ্গীর হোসেন ও সাধারণ সম্পাদক নূরে আলম বিপ্লব স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ ঘোষণার কথা জানানো হয়।

শনিবার শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার যৌক্তি তুলে ধরে শিক্ষকরা বলেন, কোনো প্রাকৃতিক দুর্যোগ শিক্ষক কিংবা শিক্ষার্থীর সৃষ্ট নয়। পরিস্থিতি বিবেচনায় শিক্ষাপ্রতিষ্ঠান সাময়িক বন্ধ হতেই পারে, আগেও হয়েছে। সে কারণে নির্ধারিত ছুটি কমিয়ে দেওয়া কোনোভাবেই কাম্য নয়। একাডেমিক ক্যালেন্ডার অনুসরণ করে শিক্ষার সঙ্গে সংশ্লিষ্ট শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের চিকিৎসা নেওয়া, আত্মীয়ের বাড়িতে বেড়ানো,আচার-অনুষ্ঠান ও বিশ্রামসহ বিভিন্ন পরিকল্পনা এবং পদক্ষেপ থাকে। একদিনের ছুটিতে যাবতীয় কাজ ও সমস্যার সমাধান করা সম্ভব নয়। এতে সামাজিক, শারীরিক, মানসিক ও অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন হতে হবে।

আরও খবর

                   

সম্পর্কিত