প্রতিনিধি ২২ মে ২০২৪ , ১০:৩১:২১ প্রিন্ট সংস্করণ
ভারমন্ট স্টেট ইউনিভার্সিটির ক্যাসেলটন ক্যাম্পাস এক ফেসবুক পোস্টে বলেছে, ম্যাক্স বছরের পর বছর ধরে ক্যাসেলটন পরিবারের একজন স্নেহময় সদস্য
ভারমন্ট স্টেট ইউনিভার্সিটি ক্যাম্পাসের প্রবেশদ্বারের রাস্তায় পাশেই বাস করে এক পরিবার। সেই পরিবারই এই বিড়ালটির মালিক। বিড়ালটির মালিক অ্যাশলে ডাও বলেন, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যেতে যেতে ম্যাক্স সেখানে একটি পরিচিত মুখ হয়ে ওঠে। শিক্ষার্থীরাও বিড়ালটিকে দেখলে খুশি হতো। তাকে কোলে নিয়ে ছবি তুলত। শিক্ষার্থীদের সঙ্গে বিড়ালটির ঘনিষ্ঠতা এতটাই যে, তাদের সঙ্গে বিভিন্ন জায়গায় ঘুরতেও যেত ম্যাক্স।ম্যাক্স নামের ওই বিড়ালটি গত প্রায় চার বছর ধরে ক্যাম্পাসের অংশ হয়ে রয়েছে এবং শিক্ষার্থীরা যখনই তাকে তাদের পথের ধারে বিড়ালটিকে দেখতে পায় তখনই তারাও খুশি হয়। এমনকি শিক্ষার্থীরা আনন্দে ওই বিড়ালের সঙ্গে প্রায়ই ছবিও তোলে।ম্যাক্সের এই জনপ্রিয়তার দিকে লক্ষ্য করে তাকে সম্মানসূচক ‘ডক্টর অব লিটার-এচার’ ডিগ্রি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয়টির ক্যাসেলটন ক্যাম্পাস। তবে সমাবর্তন অনুষ্ঠানে যাওয়া হবে না ম্যাক্সের বরং পরবতীতে কোনো একসময় তার মালিক ডাওয়ের কাছে এ সম্মাননা হস্তান্তর করা হবে।