বিনোদন

৬৫ বছরে ৩০৮ প্রেমিকা সঞ্জয় দত্তের 

  বিনোদন ডেস্ক ২৯ জুলাই ২০২৪ , ৬:২৪:১৪ প্রিন্ট সংস্করণ

তার জীবনের গল্প যেকোনো সিনেমার গল্পকেও হার মানাবে। আর তাই তো তার জীবনী নিয়ে বায়োপিক নির্মাণ করেন রাজকুমার হিরানি। যৌবনে সঞ্জয় দত্তের বেপরোয়া জীবনযাপনের কথা কারোর অজানা নয়। মাদক আর মেয়ের নেশায় ডুবে থাকতেন তিনি।

নিজের মুখেই জানিয়েছেন কমপক্ষে ৩০৮ প্রেমিকা ছিল তার। দাম্পত্য জীবনেও কম আসেনি সঞ্জয়ের। প্রথম স্ত্রী রিচার অকাল মৃত্যু, দ্বিতীয় বিয়ের পরিণতি হয় ডিভোর্স। অবশেষে সি গ্রেড ছবির নায়িকা মান্যতাকে বিয়ে করেন সঞ্জয়।সঞ্জয় দত্ত ও তাঁর প্রথম স্ত্রী রিচার এক কন্যা সন্তান রয়েছে ত্রিশলা। মার্কিন মুলুকে থাকে সে। মান্যতার সঙ্গেও তিক্ত নয় ত্রিশলার সম্পর্ক। ২০০৮ সালেগোয়ায় সাত পাতে বাঁধা পড়েন সঞ্জয়-মান্যতা। সঞ্জয়ের তুলনায় ১৯ বছরের ছোট তাঁর স্ত্রী। বিয়ের আগে একসঙ্গে ছবিতে কাজ করেছেন তাঁরা। অভিনয়ের সুবাদেই পরিচয় সঞ্জয় এবং মান্যতার। সেখান থেকে বন্ধুত্ব এবং পরবর্তীতে সম্পর্কে জড়ানোর পর বিয়ে করেন তাঁরা।

আরও খবর

                   

সম্পর্কিত