আন্তর্জাতিক

ইতিহাস গড়লেন টেইলর সুইফট

  প্রতিনিধি ২৫ এপ্রিল ২০২৪ , ২:২৯:০১ প্রিন্ট সংস্করণ

ইতিহাস গড়লেন টেইলর সুইফট
ছবি : সংগৃহীত

বিশ্বজুড়ে অসংখ্য অনুসারী আছে মার্কিন পপ তারকা টেইলর সুইফটের।

ক্যারিয়ারে দারুণ সময় পার করছেন সুইফট। সম্প্রতি মুক্তি পেয়েছে তার নতুন অ্যালবাম ‘দ্য টর্চার্ড পোয়েটস ডিপার্টমেন্ট'(The Tortured Poets Department)’।

মুক্তির পরই অ্যালবামটি বিশ্বের জনপ্রিয় মিউজিক পস্ন্যাটফর্ম স্পটিফাইয়ে নতুন ইতিহাস তৈরি করেছে। আমেরিকার ইতিহাসের সঙ্গীত ক্যারিয়ার বেশ ঐশ্বর্য্য বেশ আশা জাগানিয়া। একজন যখন বয়সের ভারে ধরাশায়ী তখন তরুণদের মনে আশা জাগানিয়া।

বিশ্বসংগীতের অন্যতম সেরা এ শিল্পী এবার নিয়ে চতুর্থবারের মতো ‘অ্যালবাম অব দ্য ইয়ার’ পুরস্কার লাভ করেছেন। যা তার ৩৪ বছরের জীবনের সেরা অর্জন বলে টেইলর সুইফট মনে করছেন। কোনো শিল্পী পাননি। ৪ বার ‘অ্যালবাম অব দ্য ইয়ার’ পুরস্কার জিতে স্টিভি ওয়ান্ডার, পল সাইমন ও ফ্রাঙ্ক সিনাত্রার রেকর্ড ভেঙে ইতিহাস গড়েছেন তিনি। সুইফটের হাতে এবার পুরস্কার তুলে দেন সেলেন ডিওন।

সুইফট জানান, এই সম্মান পেয়ে তিনি রোমাঞ্চিত। গান লেখা ও গাওয়ার মাধ্যমে তিনি যে পরিপূর্ণতা অনুভব করেন এর জন্য তিনি আনন্দিত।

তিনি আরও বলেন,”এই পুরস্কার আমাকে ভাসিয়ে দিয়েছে। যারা আমাকে ভোট দিয়েছে, এটা তাদেরও আনন্দিত করবে।”

আরও খবর

                   

সম্পর্কিত