প্রচ্ছদ » আন্তর্জাতিক » বিশ্বের প্রভাবশালীদের তালিকায় একমাত্র ভারতীয় আলিয়া ভাট
বিশ্বের প্রভাবশালীদের তালিকায় একমাত্র ভারতীয় আলিয়া ভাট
বিনোদন ডেস্ক ৭ মে ২০২৪ , ১:০৩:৫১প্রিন্ট
সংস্করণ
ছবিঃ সংগৃহীত
‘হার্ট অব স্টোন’ সিনেমার সুবাদে বলিউডে ‘নেপোকিড’ তকমা পাওয়া আলিয়া ভাট হলিউডের হৃদয়েও জায়গা করে নিয়েছেন। এবার তার সাফল্যের মুকুটে যুক্ত হলো নতুন পালক।
বিশ্বের প্রভাবশালী ব্যক্তিদের তালিকায় নাম লিখলেন এই অভিনেত্রী। টাইমস ম্যাগাজিনে ২০২৪ সালের বিশ্বের একশ প্রভাবশালী মানুষের তালিকায় নাম উঠেছে আলিয়া ভাটের। চলতি বছর বলিউড থেকে একমাত্র তারই নাম রয়েছে এ তালিকায়।
টাইমস ম্যাগাজিন ২০২৪ সালের বিশ্বের ১০০ প্রভবাবশালীর তালিকা প্রকাশ করেছে। সে তালিকায় উঠে এসেছে আলিয়ার নাম।ভারতীয় বংশোদ্ভূত দেব প্যাটেলের নামও রয়েছে টাইমস-এর বিশ্বের একশো প্রভাবশালীর তালিকায়।চলতি বছর বলিউড থেকে একমাত্র তার নাম রয়েছে এই তালিকায়।