বিনোদন ডেস্ক ৯ মে ২০২৪ , ১০:৩০:২৯ প্রিন্ট সংস্করণ
২০২৫ সালের ঈদে ‘সিকান্দার’ নিয়ে হাজির হচ্ছেন বলিউড ভাইজান সালমান খান। প্রথমবারের মতো তার বিপরীতে কাজ করবেন জনপ্রিয় নায়িকা রাশমিকা মান্দানা।
প্রযোজনা প্রতিষ্ঠান নাদিয়াদওয়ালা গ্র্যান্ডসন আজ বৃহস্পতিবার সকালেসিনেমার নায়িকা হিসেবে রাশমিকার নাম ঘোষণা দিয়েছে। সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেন তারা। প্রযোজক সাজিদ সালমানের দীর্ঘদিনের বন্ধু। কিক মুক্তির প্রায় এক দশক পর আবার এক হলেন এ অভিনেতা-প্রযোজক জুটি।
গুডবাই’ সিনেমা দিয়ে বলিউডে পা রাখেন রাশমিকা। এরপর ‘মিশন মজনু’-তে অভিনয় করেন। তবে নায়িকার সব রেকর্ড ভেঙে দেয় ‘অ্যানিমেল’।
সুপারহিট সিনেমাটি বানিয়েছিলেন আরেক দক্ষিণি নির্মাতা সন্দীপ রেড্ডি ভাঙ্গা। ‘সিকান্দার’ ছাড়াও তাঁকে দেখা যাবে ‘ছাভা’ ছবিতে। সেখানে অভিনয় করছেন ভিকি কৌশল।