বিনোদন ডেস্ক ১০ মে ২০২৪ , ১০:৪০:৫৭ প্রিন্ট সংস্করণ
ভারতের জনপ্রিয় টিভি রিয়েলিটি শো ‘বিগ বস-১৬’ খ্যাত আবদু রজিক জীবনের অন্যতম সুন্দর অধ্যায় শুরু করতে চলেছেন।
শারজার ১৯ বছরের কন্যা আমিরার সঙ্গে সাতপাকে বাঁধা পড়তে চলেছেন আবদু রজিক। দুবাইয়ের শপিং মলে প্রথম আবদু রজিকের সঙ্গে পরিচয় হয় বলিউডের ভাইজান সালমান খানের অন্ধ ভক্ত সে।
বয়স সবে কুড়ি। আর এই বয়সেই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন সালমান খানের ভক্ত বিগ বস তারকা আবদু রোজিক। অন্যদিকে সালমান খানের বয়স ষাট ছুঁই ছুঁই। তিনি এখনো চিরকুমার। কিন্তু আবদু রোজিক সে পথে হাঁটতে চাইছেন না। সম্প্রতি একটি ভিডিও বার্তা দিয়ে সুখবরের ঘোষণা দিলেন তিনি।