বিনোদন

আরিফিন শুভর অভিনয় মুগ্ধ করেছে নাসিরুদ্দিন শাহ’কে

  প্রতিনিধি ২০ মে ২০২৪ , ১:০৩:২৪ প্রিন্ট সংস্করণ

আরিফিন শুভর অভিনয় মুগ্ধ করেছে নাসিরুদ্দিন শাহ'কে

‘কান চলচ্চিত্র উৎসব’ এর ৭৭তম আসরে প্রথমবারের মতো হাজির হয়েছেন প্রথমবারের মতো হাজির হয়েছেন বলিউডের কিংবদন্তী অভিনেতা নাসিরুদ্দিন শাহ।

উৎসবে চতুর্থ দিনে নাসিরুদ্দিন শাহ’র ‘মন্থন’ সিনেমাটি প্রদর্শিত হয়েছে ‘কান ক্লাসিকে’। চার যুগ আগে অভিনয় করেছিলেন ‘মন্থন’ সিনেমায়। সেটি ছিল নাসিরুদ্দিন শাহ অভিনীত দ্বিতীয় চলচ্চিত্র।

ধ্রুপদী এই সিনেমার নির্মাতা শ্যাম বেনেগাল। কানে হাজির হয়ে শ্যাম বেনেগাল নির্মিত ‘মুজিব : একটি জাতির রূপকার’ সিনেমা নিয়ে প্রশংসা করেছেন নাসিরুদ্দিন শাহ। বিশেষ করে সিনেমায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চরিত্রে  আরিফিন শুভ’র অভিনয়কে প্রশংসায় ভাসিয়েছেন এই বলিউড কিংবদন্তি।

আরিফিন শুভর অভিনয় মুগ্ধ করেছে তাকে।  তিনি বলেছেন, ‘বঙ্গবন্ধুর বায়োপিক সিনেমাটি আমি দেখেছি।খুবই ভালো সিনেমা। তবে দুর্ভাগ্যজনকভাবে বলতে হয়, শ্যাম বেনেগালের সিনেমাটি ব্যাপকভাবে প্রদর্শিত হয়নি। কিন্তু আমি মনে করি, মূল চরিত্রে যিনি (শুভ) অভিনয় করেছেন তিনি দারুণ করেছেন। আমি সিনেমাটি উপভোগ করেছি

আরও খবর

                   

সম্পর্কিত