প্রতিনিধি ২৩ মে ২০২৪ , ২:১৪:৪৭ প্রিন্ট সংস্করণ
ভারতীয় দলের ক্রিকেটার হার্দিক পান্ডিয়ার সঙ্গে মডেল নাতাশা স্ট্যানকোভিচ প্রেম করে ২০২০ সালের ৩১ মে বিয়ে করেছিলেন। ২০২০ সালের ৩০ জুলাই তাদের প্রথম সন্তান অগস্ত্যর জন্ম হয়।
চলতি বছরের মার্চে হার্দিক পান্ডিয়ার ‘খারাপ’ আইপিএল পারফরম্যান্সের কারণে অনলাইনে বুলিংয়ের শিকার হয়েছিলেন তার স্ত্রী, সার্বিয়ান মডেল ও অভিনেতা নাতাশা স্ট্যানকোভিচ। তবে সম্প্রতি নেটপাড়ায় জোর জল্পনা ‘নাতাশা ও হার্দিক আলাদা হয়ে গেলেন?’ ‘বিয়ে ভাঙছে নাকি?’ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফরম রেডিটের পোস্টে এ জল্পনা তৈরি হয়েছে।
তবে এবার শোনা যাচ্ছে, সংসার ভাঙছে হার্দিক-নাতাশার। সামাজিক যোগাযোগ মাধ্যমেই ছড়িয়েছে এই গুঞ্জন। যেখানে দাবি করা হচ্ছে, হার্দিক ও নাতাশা দু’জনেই একে অপরকে নিয়ে কোনো স্ট্যাটাস দিচ্ছেন না। এমনকি নাতাশার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকেও মুছে ফেলা হয়েছে পান্ডিয়া নাম।