বিনোদন

মায়ের গয়না বিক্রি করে নির্বাচন করেছেন নিপুণ

  প্রতিনিধি ২৫ মে ২০২৪ , ৯:৫৮:৪৩ প্রিন্ট সংস্করণ

মায়ের গয়না বিক্রি করে নির্বাচন করেছেন নিপুণ

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে বিজয়ীদের ফুলের মালা দিয়ে বরণ করার ২৫ দিন পর আদালতে রিট করেন সাধারণ সম্পাদক পদে পরাজিত প্রার্থী নিপুণ আক্তার। 

 তার রিটের প্রেক্ষিতে ডিপজলকে দায়িত্ব পালন থেকে বিরত থাকতে বলেছেন আদালত। 

তার রিটের প্রতিবাদে ২২ মে এফডিসিতে ব্যানার নিয়ে মিছিল করেছেন শিল্পী সমিতির কয়েকজন সদস্য। তারা প্রশ্ন তুলেন, নিপুণ এত টাকা কোথায় পান? 

প্রশ্নের উত্তর আমেরিকা থেকে দিলেন অভিনেত্রী। নিপুণ বলেন,‘নির্বাচনের আগে ঢাকার তাঁতিবাজারের মুকুট জুয়েলার্সে ১৩ লাখ টাকার গয়না বিক্রি করেছি। গয়নাগুলো ছিল আমার খুব শখের। এফডিসিকে কতটা ভালোবাসি এবার ভাবুন! একজন মেয়ে প্রয়োজনে তাঁর অন্যান্য প্রিয় জিনিস বিক্রি করে; কিন্তু সহজে গয়না হাত ছাড়া করে না। 

আরও খবর

                   

সম্পর্কিত