প্রতিনিধি ২৬ মে ২০২৪ , ১২:০০:৫৪ প্রিন্ট সংস্করণ
সোশ্যাল মিডিয়ায় আলোচনার আরেক নাম চিত্রনায়ক জায়েদ খান। কখনও ডিগবাজি দিয়ে কখনও নিজের সাজপোশাকের শো-অফ করে।
অন্যদিকে কম যান না উপস্থাপক ও অভিনেতা শাহরিয়ার নাজিম জয়ও। তিনিও সঞ্চালনার জন্য আলোচনায় থাকেন। প্রায়ই তার অনুষ্ঠানে অতিথিদের প্রশ্ন করে বিব্রতকর পরিস্থিতিতে ফেলেন এই অভিনেতা। এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন করে আলোচনায়ে এলেন এই দুজন।
কদিন আগে নায়িকা মিষ্টি জান্নাতও অভিযোগের তীর ছোড়েন জয়ের দিকে। যেখানে মিষ্টি জান্নাত দাবি করেন,জয় তাকে লং ড্রাইভে নিয়ে যাওয়া ও চুমু খাওয়ার চেষ্টা করেছিলেন।
সম্প্রতি জয়ের উপস্থাপনায় একটি অনুষ্ঠানে হাজির হয়েছিলেন জায়েদ।সেখানে জায়েদ খানকে জয় প্রশ্ন করেন, “অনেকে বলে, জায়েদ খানকে ধইরা যদি ধুমসে পিঠাইতে পারতাম। তাহলে মনে খুব শান্তি পেতাম।” উত্তরে জায়েদ খান বলেন, “এটা আপনার ব্যাপারেও শুনছি বিদেশে গিয়ে। আমি বলেছি, পিঠাইতে পারব না। চ্যানেল আইয়ের ভেতরে থাকে। মারার সুযোগ নাই।
এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে জয় ও জায়েদের এই অনুষ্ঠানের কিছু অংশ। যার কারণে নতুন করে ট্রলের মুখে পড়েছেন তারা।