জাতীয়

কিংবদন্তি অভিনেতা হুমায়ুন ফরীদির জন্মদিন আজ

  বিনোদন ডেস্ক ২৯ মে ২০২৪ , ২:৫৭:২৭ প্রিন্ট সংস্করণ

কিংবদন্তি অভিনেতা হুমায়ুন ফরীদির জন্মদিন আজ

 বাংলাদেশের অভিনয়-জগতের উজ্জ্বল নক্ষত্র প্রয়াত কিংবদন্তি অভিনেতা হুমায়ুন ফরীদির জন্মদিন আজ (২৯ মে)। বেঁচে থাকলে আজকের এই দিনে ৭২ বছরে পা রাখতেন তিনি।

মঞ্চ থেকে চলচ্চিত্র অভিনয়ের সবখানে তিনি রাজত্ব করেছেন দুর্দান্ত প্রতাপে। ১৯৫২ সালের এমন একটি দিনেই পৃথিবীতে এসেছিলেন হুমায়ুন ফরীদি। 

১৯৫২ সালের ২৯ মে ঢাকার নারিন্দায় জন্মগ্রহণ করেন হুমায়ুন ফরীদি। তার বাবার নাম এটিএম নুরুল ইসলাম, মায়ের নাম বেগম ফরিদা ইসলাম। এ অভিনেতার জন্ম ঢাকায় হলেও শৈশব-কৈশোর কেটেছে ঢাকায় বাইরে। বাবার চাকরির সুবাদে ঘুরতে হয়েছে মৌলভীবাজার, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, কিশোরগঞ্জ, মাদারীপুরসহ আরও অনেক জেলায়।আশির দশকে নির্মাতা তানভীর মোকাম্মেলের ‘হুলিয়া’ নামে একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের মাধ্যমে বড়পর্দায় পা রাখেন হুমায়ুন ফরীদি। পরবর্তীতে বাংলা সিনেমার জগতে নিজেই এক অধ্যায় হয়ে ওঠেন তিনি। একে একে উপহার দিয়েছেন অসংখ্য জনপ্রিয় চলচ্চিত্র।সন্ত্রাস,ভণ্ড,ব্যাচেলর,জয়যাত্রা,শ্যামলছায়া,একাত্তরের যীশু,মায়ের র্যোদা,বিশ্বপ্রেমিক ওপালাবি কোথায়’সহ একাধিক জনপ্রিয় সিনেমায় অভিনয় করেছিলেন হুমায়ুন ফরিদী। ‘মাতৃত্ব’ সিনেমায় অভিনয়ের জন্য ২০০৪ সালে সেরা অভিনেতা শাখায় জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পান এ অভিনেতা।

আরও খবর

                   

সম্পর্কিত