প্রতিনিধি ৩ জুন ২০২৪ , ৭:৩৮:৩০ প্রিন্ট সংস্করণ
সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে দীর্ঘদিন চিকিৎসা নেওয়ার পর সম্প্রতি দেশে ফিরেছেন বরেণ্য সংগীতশিল্পী সাবিনা ইয়াসমীন। দীর্ঘ সাড়ে তিনমাস পর গত ৩১ মে ঢাকায় ফিরেছেন তিনি।
আজ সোমবার (৩ জুন) সকালে সাবিনা ইয়াসমিনের মেয়ে সংগীত শিল্পী ফাইরুজ ইয়াসমিন বাঁধন তার মায়ের বর্তমান অবস্থা প্রসঙ্গে কথা বলেছেন। তিনি জানান, সাবিনা ইয়াসমিন বর্তমানে ঢাকায় নিজের বাসায় বিশ্রাম নিচ্ছেন। চলতি মাসের শেষ দিকে নিয়মিত চেকআপের জন্য তিনি আবারও সিঙ্গাপুর যাবেন।
বাঁধন বলেন, ‘নিয়মিত চেকআপের জন্য আম্মুকে সিঙ্গাপুর যেতে হয়। পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসকরা দাঁতের সমস্যা দেখতে পান। এরই পরিপ্রেক্ষিতে ৭ ফেব্রুয়ারি অস্ত্রোপচার হয়। অস্ত্রোপচার শেষে আম্মুকে রেডিওথেরাপি নিতে হয়।
পাঁচ দশকের বেশি সময় ধরে গান করে যাচ্ছেন সাবিনা ইয়াসমীন। চলচ্চিত্রে গান গেয়ে ১৪ বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন কিংবদন্তি এই শিল্পী।