প্রতিনিধি ৪ জুন ২০২৪ , ১০:২৬:৩২ প্রিন্ট সংস্করণ
বলিউডের জনপ্রিয় অভিনেত্রী শিল্পা শেঠি। তবে কিছুদিন ধরেই এই অভিনেত্রীর সময়টা ভালো যাচ্ছে না।
একদিকে ব্যক্তিজীবন নিয়ে বিব্রত অভিনেত্রী, অপরদিকে স্বামীর নামে মামলা, সম্পত্তি বাজেয়াপ্তসহ একাধিক সমস্যায় জর্জরিত শিল্পার পরিবার। এছাড়া দীর্ঘদিন ধরেই রুপালি পর্দায় দেখা নেই তার। তবে এরই মধ্যে ভক্তদের জন্য সুসংবাদ আনলেন অভিনেত্রী। দীর্ঘ দেড় যুগ পর দক্ষিণের সিনেমায় দেখা যাবে তাকে।
এবার শিল্পার ভক্তদের জন্য সুখবর। ক্যারিয়ারের শুরুতে দক্ষিণি সিনেমাতেও অভিনয় করেন শিল্পা। পরিচিতি পাওয়ার পর শুধু বলিউডেই থিতু হন অভিনেত্রী। কিন্তু এবার দীর্ঘ বিরতির পর আবারও দক্ষিণের সিনেমায় হাজির হচ্ছেন শিল্পা শেঠি।ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ‘কে ডি: দ্য ডেভিল’ সিনেমাটি শিল্পাকে নতুন রূপে পর্দায় তুলে ধরতে যাচ্ছে। সিনেমায় তার চরিত্রের নাম ‘সত্যবতী’। যার প্রথম লুক এরই মধ্যে প্রকাশিত হয়েছে। অন্যদিকে ধ্রুব সারজা অভিনয় করছেন গ্যাংস্টারের ভূমিকায়। সেখানে শিল্পাকে একটি ভিনটেজ গাড়ির সামনে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। তার পরনে রেট্রো শাড়ি। কাঁধ থেকে ঝুলছে লম্বা বেণী। চোখে পুরোনো আমলের পরিচিত সানগ্লাস। সত্তরের দশকে বেঙ্গালুরুতে ঘটে যাওয়া একটি বাস্তব ঘটনার প্রেক্ষাপটে নির্মিত হচ্ছে সিনেমাটি।