আন্তর্জাতিক

সবচেয়ে কঠিন সিনেমা নিয়ে ৬ বছর পর পর্দায় প্রীতি জিনতা

  প্রতিনিধি ৪ জুন ২০২৪ , ৩:০৬:৪১ প্রিন্ট সংস্করণ

সবচেয়ে কঠিন সিনেমা নিয়ে ৬ বছর পর পর্দায় প্রীতি জিনতা
সংগৃহীত ছবি

সবচেয়ে কঠিন সিনেমা নিয়ে ৬ বছর পর পর্দায় প্রীতি জিনতা। ‘লাহোর ১৯৪৭’ ছবিতে দেখা যাবে তাঁকে। এরই মধ্যে শুটিংও সম্পন্ন। ইনস্টাগ্রামে একটি আবেগঘন পোস্ট শেয়ার করে এ তথ্য জানিয়েছেন প্রীতি নিজেই।

সেখানে জানালেন তিনি জানান, এটিই তার ক্যারিয়ারের সবচেয়ে কঠিন সিনেমা।ইনস্টাগ্রামে তার পোস্ট করা ভিডিওতে দেখা গেছে ‘লাহোর ১৯৪৭’ সিনেমার স্ক্রিপ্টের ঝলক।ধন্যবাদ জানালেন আমির খান, সানি দেওলদের। শ্যুটিং শেষে কেক কাটার মুহূর্তও আছে ভিডিওতে।

পোস্টে প্রীতি লেখেন, ‘শেষ হলো লাহোর ১৯৪৭ ছবির শুটিং। আমি ছবির গোটা কাস্ট এবং ক্রুর কাছে কৃতজ্ঞ এত দুর্দান্ত একটা অভিজ্ঞতা দেওয়ার জন্য। আমি আশা করব আপনাদের সবারই ছবিটি ভালো লাগবে ,উপভোগ করবেন ঠিক যতটা আমরা ছবিটা বানাতে গিয়ে করেছি। এটা আমার করা সবচেয়ে কঠিনতম ছবি।’

‘লাহোর ১৯৪৭’ সিনেমায় সানি দেওলের বিপরীতে দেখা যাবে প্রীতিতে। সিনেমাটি আমির খানের প্রযোজনায় তৈরি হচ্ছে।

আরও খবর

                   

সম্পর্কিত