বিনোদন

অপেক্ষা করেন,ঈদের পর ধামাকা দেবো: অপু বিশ্বাস

  প্রতিনিধি ৫ জুন ২০২৪ , ২:১৫:১৮ প্রিন্ট সংস্করণ

অপেক্ষা করেন,ঈদের পর ধামাকা দেবো: অপু বিশ্বাস
সংগৃহীত ছবি

ঈদুল আজহার বাকি আর মাত্র কয়েকদিন। সম্ভাব্য তারিখ ১৭ জুন। এই ঈদ উৎসবের পরই ধামাকা এক নিউজ দেবেন ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস।

সদ্য এক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন দেশীয় চলচ্চিত্রের শীর্ষ নায়ক শাকিব খানের প্রাক্তন স্ত্রী।গত বছরের ঈদে মুক্তি পেয়েছিল অপু বিশ্বাস অভিনীত সিনেমা ‘প্রেম প্রীতির বন্ধন’। সে বছর ওটিটিতে মুক্তি পায় ওয়েব ছবি ‘ছায়াবাজি’। যেখানে প্রথমবারের মতো ওটিটি জগতে পা রাখেন এই অভিনেত্রী।গত বছরের ঈদে মুক্তি পেয়েছিল অপু বিশ্বাস অভিনীত সিনেমা ‘প্রেম প্রীতির বন্ধন’। সে বছর ওটিটিতে মুক্তি পায় ওয়েব ছবি ‘ছায়াবাজি’। যেখানে প্রথমবারের মতো ওটিটি জগতে পা রাখেন এই অভিনেত্রী।

সম্ভবত পেশাগত জীবন নিয়েই কোনো ভালো খবর দেবেন অপু বিশ্বাস। কারণ, সাক্ষাৎকারে ওটিটিতে কাজ নিয়ে করা এক প্রশ্নে নায়িকা বলেন, ‘একটু সময় নিতে চেয়েছিলাম। বুঝেশুনে কাজ করা উচিত। বেশ কিছু পাণ্ডুলিপি হাতে আছে, সেগুলো পড়ছি। কোরবানির ঈদের পর একটা ধামাকা নিউজ দেব। সে পর্যন্ত অপেক্ষা করেন।’

এখন দেখার বিষয়, ঈদের পর কী ধামাকা নিউজ দেন ‘ঢালিউড কুইন’ খ্যাত এই নায়িকা।

আরও খবর

                   

সম্পর্কিত