বিনোদন

দেবের সঙ্গে বিয়ে ও সন্তানের বিষয়ে মুখ খুললেন রুক্সিণী

  প্রতিনিধি ৮ জুন ২০২৪ , ৩:৪৬:৪৮ প্রিন্ট সংস্করণ

দেবের সঙ্গে বিয়ে ও সন্তানের বিষয়ে মুখ খুললেন রুক্সিণী
সংগৃহীত ছবি

টলিউড জনপ্রিয় জুটি দেব-রুক্সিনীর প্রেমের কথা কারও অজানা নয়। তারা নিজেরাও স্বীকৃতি দিয়েছেন তাদের সম্পর্ককে। তবে বেশ কিছু দিন ধরে দেব লোকসভা নির্বাচন নিয়ে ব্যস্ত ছিলেন।

এদিকে সবে মাত্র ভোট শেষ হল, তৃণমূল প্রার্থী দেব জয়ী হয়ে এবার তৃতীয় বারের মত পার্লামেন্টে যাচ্ছেন। সাবার কাছেই পেয়েছেন শুভেচ্ছা বার্তা এর মাঝেই দেবকে ঘিরে সামনে এল চাঞ্চল্যকর দাবি।

টলিউডের এই সুপারস্টার চল্লিশের গণ্ডি পেরিয়েও নামের পাশ থেকে ‘ব্য়াচেলার’ তকমা মোছেননি, কিন্তু কিছুদিন আগেই সোশ্যাল মিডিয়ায় হইচই। গুগল বলছে দেব নাকি বিবাহিত! পাত্রীর নামও উল্লেখ রয়েছে সেখানে।

গুগল জানায়, দেব-রুক্সিণী বিয়ে ৩ বছর আগেই সেরেছেন। শুধু তাই নয়, রয়েছে সন্তানও । ঘটনাটি যে মিথ্যা সে কারও বুঝতে বাকি ছিল না। বিষয়টি নিয়ে মজা করেছিলেন স্বয়ং দেবও। তবে চুপ ছিলেন রুক্সিণী। এবার মুখ খুললেন।এক সাক্ষাৎকারে ভারতীয় সংবাদমাধ্যমকে তিনি বলেন, ওহ গড! এটা যে কোথা থেকে আসছে! গুগলেও পৌঁছে গেল। শুধু তাই নয়, একটা বাচ্চার কথাও আছে, সে আমার ভাগনি। যেহেতু ‘আমাইরা’-র সঙ্গে এত ছবি, ওকে আমার বাচ্চা বানিয়ে দিয়েছে।

আনুষ্ঠানিক বিয়েটা কবে করবেন? জবাবে অভিনেত্রী বলেন, যে বছর মিডিয়া স্পেকুলেট করবে না, বোধহয়– সেই বছর বিয়েটা করে নেব। আর আমার মা জিজ্ঞেস করে না, তোমরা জানতে চাইছ কেন? দেখো যেদিন মনে হবে আই অ‌্যাম রেডি টু গেট ম‌্যারেড, করে নেব। আমি কিন্তু বিয়েতে বিশ্বাসী। এবং বিয়ে লুকিয়ে রাখতে একদমই বিশ্বাসী নই। আমি জীবনে যে পদক্ষেপই নিয়েছি সামনাসামনি নিয়েছি। সবে কাজ শুরু করেছি। এত ব‌্যস্ততা রয়েছে যে বিয়ের প্ল‌্যান করা সম্ভব নয়। যখন হবে, তখন হবে। আর আমার মনে হয় কমিটমেন্ট বেশি জরুরি। আজকাল অনেক বিয়েতেই দেখি, বিয়ে টিকে

আরও খবর

                   

সম্পর্কিত