স্বাস্থ্য

পুরুষের ব্রেস্ট ক্যান্সারের লক্ষণ,অবহেলা করলেই হতে পারে বিপদ!

  প্রতিনিধি ৪ মে ২০২৪ , ৬:৫৬:৫৯ প্রিন্ট সংস্করণ

পুরুষের ব্রেস্ট ক্যান্সারের লক্ষণ,অবহেলা করলেই হতে পারে বিপদ!
ছবিঃ সংগৃহীত

স্তন ক্যান্সার সাধারণত নারীর মধ্যেই বেশি প্রচলিত। তবে পুরুষেরও কিন্তু,এটি হওয়ার ঝুঁকি থাকে। আর আমরা নারীর স্তন ক্যান্সার সম্পর্কে সচেতন থাকলেও কিন্তু, পুরুষের ক্ষেত্রে তেমন সচেতন হতে দেখা যায় না।

পুরুষের স্তন ক্যান্সার বিরল হলেও কিন্তু এমন নয় যে এটি হয়ই না। সম্ভাবনা কম থাকলেও এটি হতেই পারে।ক্লিনিক্যাল প্রমাণে দেখা গেছে, স্তন ক্যান্সারে ১ শতাংশেরও কম পুরুষ আক্রান্ত হন। তবে যারা আক্রান্ত হন, তাদের জীবনের ঝুঁকি বেড়ে যায়। পুরুষের স্তন ক্যান্সারে আক্রান্ত হওয়ার ঝুঁকি কম হলেও এর লক্ষণ ও উপসর্গ জেনে রাখা উচিত।

চিকিৎসা

শল্যচিকিৎসা: পুরো স্তন বা টিউমার অপসারণ

কেমোথেরাপি: ক্যান্সার কোষ ধ্বংস করার জন্য ওষুধ

রেডিওথেরাপি: উচ্চ-শক্তির এক্স-রে বা প্রোটন ব্যবহার করে ক্যান্সার কোষ ধ্বংস করা

হরমোন থেরাপি: ইস্ট্রোজেনের মাত্রা কমিয়ে ক্যান্সার কোষের বৃদ্ধি রোধ করা

এই উপসর্গ দেখে সচেতন থাকলে দ্রুত ক্যানসারের চিকিৎসা সম্ভব হয়। স্তনের আশপাশে ব্যথা ও ফোলা ভাব, স্তনে ঘা কিংবা লালচে ভাব এই মারণরোগের উপসর্গ হতে পারে। পাশাপাশি, স্তনবৃন্ত থেকে পুঁজের মতো তরল পদার্থ নির্গত হওয়া, স্তনবৃন্ত ভিতরের দিকে ঢুকে যাওয়ার মতো লক্ষণ দেখলে শুরুতেই সাবধান হওয়া দরকার। এই ধরনের সমস্যা চোখে পড়লেই অবিলম্বে চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করুন।

আরও খবর

                   

সম্পর্কিত