আন্তর্জাতিক

ইএসসিএপি এর ৮০তম সম্মেলন অনুষ্ঠিত

  প্রতিনিধি ২৪ এপ্রিল ২০২৪ , ৩:৪৫:০০ প্রিন্ট সংস্করণ

ইএসসিএপি এর ৮০তম সম্মেলন অনুষ্ঠিত
ছবি : সংগৃহীত

ইউনাইটেড নেশনস ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কমিশন ফর এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিক (ইএসসিএপি)-এর ৮০তম সম্মেলন অনুষ্ঠিত।

সম্মেলনে সভাপতিত্ব করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। মঙ্গলবার (২৩ এপ্রিল) দুপুরে এসকাপ প্ল্যানারি হলে আয়োজিত অধিবেশনে সভাপতির দায়িত্ব পালন করেন তিনি। এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে গঠিত কমিশনের এটি ৮০তম অধিবেশন।

এতে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে টেকসই উন্নয়নের জন্য ডিজিটাল উদ্ভাবনের সুবিধা এবং স্বল্পোন্নত দেশ, স্থলবেষ্টিত উন্নয়নশীল দেশ ও ক্ষুদ্র দ্বীপ উন্নয়নশীল রাষ্ট্রগুলো নিয়ে আলোচনা হয়।

অনুষ্ঠানে বিশেষজ্ঞরা বলেন, জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষমাত্রা অর্জনের একটি উদ্ভাবনী ইকো-সিস্টেম গড়ে তুলতে কাউকেই পেছনে ফেলে এগোনো যাবে না। এ জন্য এশিয়া ও প্রশান্ত মহাসগরীয় অঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠীকে নিয়ে উন্মুক্ত, সুরক্ষিত ও মানবিক ডিজিটাল মঞ্চে সংযুক্ত করতে হবে।

এ জন্য শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, শিল্প, ব্যবসা প্রতিটি ক্ষেত্রে এআই ব্যবহার এবং ডিজিটাল অন্তর্ভুক্তির পাশাপাশি প্রত্যেকের জন্য ডিজিটাল সংযুক্তি নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন বক্তরা। ডিজিটাল সেবা ব্যবহারকারী ও সেবাদাতাদের মধ্যে বন্ধন প্রতিষ্ঠায় ডিজিটাল দক্ষতা উন্নয়নে মনোনিবেশ করার পরামর্শ দেন বিশেষজ্ঞরা।

আরও খবর

                   

সম্পর্কিত