প্রতিনিধি ২৬ এপ্রিল ২০২৪ , ১১:১১:০০ প্রিন্ট সংস্করণ
নিজের ঘরে এসি ব্যবহার করেন না জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বাইরে কোথাও গেলে এসি ব্যবহার করলেও তার তাপমাত্রা ২৭ডিগ্রি সেলসিয়াসের নীচে থাকে না কখনও।
রাজ্যের মানুষকে এসি কম ব্যবহার করে বিদ্যুৎ সঞ্চয়ের পরামর্শ দিয়েছেনমুখ্যমন্ত্রী। নিজের হেলিকপ্টারযাত্রার অস্বস্তির কথাও শুনিয়েছেন জনসভায়।
মুখ্যমন্ত্রী বলেন,অনেকে আজকাল দার্জিলিঙে থাকবেন বলে ১৭ ডিগ্রিতে এসি চালান।বিদ্যুতের চাহিদা দিন দিন বাড়ছে। বিদ্যুৎ অপচয় করা উচিত নয়। আমি নিজেও এত এসি ব্যবহার করি না। যে ঘরে আমি থাকি, সেখানে এসি ব্যবহার করি না। বাইরে থাকলেও ২৭ ডিগ্রির নীচে কখনও এসি চালাই না। আপনারাও বিদ্যুৎ বাঁচান। ২৫ ডিগ্রির নীচে এসি চালাবেন না।’’