জাতীয়

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও থাই প্রধানমন্ত্রী স্রেথা থাভিসিন এর একান্ত স্বাক্ষাত

  প্রতিনিধি ২৭ এপ্রিল ২০২৪ , ১১:২২:১৫ প্রিন্ট সংস্করণ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও থাই প্রধানমন্ত্রী স্রেথা থাভিসিন এর একান্ত স্বাক্ষাত
ছবি : সংগৃহীত

শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ব্যাংককের গভর্ণমেন্ট হাউজে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও থাই মাননীয় প্রধানমন্ত্রী স্রেথা থাভিসিন একান্ত স্বাক্ষাতে করেন।

গভর্নমেন্ট হাউসে পৌঁছালে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে থাই প্রধানমন্ত্রী স্রেথা থাভিসিন অভ্যর্থনা জানান এবং এরপর সেখানে থাই কুহ ফাহ ভবনের সামনের উন্মুক্ত স্থানে তাঁকে লাল গালিচা উষ্ণ অভ্যর্থনা জানানো হয়।

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে থাই সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে। প্রধানমন্ত্রী গার্ড পরিদর্শন করেন।

শেখ হাসিনা গভর্নমেন্ট হাউসের অতিথি বইতে স্বাক্ষর করেন এবং এরআগে থাই প্রধানমন্ত্রী স্রেথা থাভিসিন শেখ হাসিনার সঙ্গে তাঁর মন্ত্রিসভার সদস্যদের পরিচয় করিয়ে দেন।

শেখ হাসিনা গভর্ণমেন্ট হাউজ ত্যাগের আগে একটি আনুষ্ঠানিক মধ্যাহ্নভোজে যোগ দেন। প্রধানমন্ত্রী থাইল্যান্ডের ঐতিহ্যবাহী পন্যের মেলা পরিদর্শন করেন। এসময় তাঁর ছোটবোন শেখ রেহানা সাথে ছিলেন।

আরও খবর

                   

সম্পর্কিত