আন্তর্জাতিক

বাইকে গামলায় করে সন্তানের লাশ হাসপাতালে নিয়ে গেলেন বাবা

  প্রতিনিধি ১১ মে ২০২৪ , ৫:১২:১৬ প্রিন্ট সংস্করণ

বাইকে গামলায় করে সন্তানের লাশ হাসপাতালে নিয়ে গেলেন বাবা
বাইকে গামলায় করে সন্তানের লাশ হাসপাতালে নিয়ে গেলেন বাবা ছবিঃ সংগৃহীত

ভারতের মধ্যপ্রদেশের দিনদোরি জেলায় আগুনে পুড়ে মৃত্যু হয়েছে ৪ বছরের এক শিশুর। কিন্তু,তার মরদেহ ময়নাতদন্ত করতে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য জোটেনি অ্যাম্বুলেন্স।

তাই বাইকে চেপে ছোট এক গামলায় করে ছেলের মরদেহ নিয়ে হাসপাতাল যেতে হলো অসহায় বাবাকে!বৃহস্পতিবার ৯ মে ভারতের মধ্যপ্রদেশের দিনদোরি জেলায় মর্মান্তিক এই ঘটনাটি ঘটে। বাইকে করে সন্তানের লাশ হাসপাতালে নেওয়ার এই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হলে তা ভাইরাল হয়ে যায়।

জানা যায়, ভারতের মধ্যপ্রদেশের দিনদোরি জেলার মেহদওয়ানি থানা এলাকার ভুরখা গ্রামে গত বুধবার রাতে এক অগ্নিকাণ্ডে চন্দন রাজ নামে ৪ বছর বয়সী এক প্রতিবন্ধী শিশুর মৃত্যু হয়। এ সময়ে আগুনে পুড়ে মারা যায় দুটি গৃহপালিত পশুও।

ভারতের সংবাদমাধ্যম বলছে, যে গ্রামে এই ঘটনাটি ঘটেছে সেখানে কোনও হাসপাতাল নেই। ব্যক্তির বাড়ি থেকে হাসপাতালে দূরত্ব ১৪ কিলোমিটার। কেন ওই ব্যক্তি তার সন্তানের মরদেহ নিয়ে যাওয়ার জন্য কোনও অ্যাম্বুলেন্স পেলেন না, তা খতিয়ে দেখছে পুলিশ।