প্রতিনিধি ১ জুন ২০২৪ , ১০:৫৬:১৫ প্রিন্ট সংস্করণ
প্রচণ্ড গরম-তাপপ্রবাহের জেরে হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে ভারতের চার রাজ্য বিহার, উত্তরপ্রদেশ,ওড়িষা এবং ঝাড়খণ্ডে অন্তত ৩৩ জনের মৃত্যু হয়েছে।
এই অঞ্চলে তাপপ্রবাহ শনিবার পর্যন্ত অব্যাহত থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
তীব্র গরমে রাজধানী দিল্লির তাপমাত্রা রেকর্ড ৫২.৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উঠে যায় বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
ভারতের আবহাওয়া বিভাগ (আইএমডি) জানায়,আগামী দিনে উত্তর-পশ্চিম ও মধ্য ভারতের তাপমাত্রা কমতে পারে বলে জানা গেছে। পূর্ব ভারতে বিরাজমান তাপপ্রবাহ দুই দিন অব্যাহত থাকতে পারে।আবহাওয়া দপ্তর আরও বলেছে, গ্রীষ্মকালে ভারতে যে গড় তাপমাত্রা থাকে তার তুলনায় চলতি গ্রীষ্মে ভারতের বিভিন্ন রাজ্যে ৪ দশমিক ৫ থেকে ৬ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস বেশি গরম পড়েছে।
এছাড়া বিহারের প্রতিবেশী রাজ্য ঝাড়খণ্ডে গত দু’দিনে হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ৩ জন।