জাতীয়

বিদ্যুৎ নিয়ে কোনো আশার কথা জানাতে পারেনি বিদ্যুৎ সচিব

  প্রতিনিধি ২৫ এপ্রিল ২০২৪ , ১:৩৭:৩৮ প্রিন্ট সংস্করণ

বিদ্যুৎ নিয়ে কোনো আশার কথা জানাতে পারেনি বিদ্যুৎ সচিব
ছবি : সংগৃহীত

সারাদেশে চলছে তীব্র দাবদাহ। গরমে নাজেহাল অবস্থা সবার। লোডশেডিংয়ে অতিষ্ট সাধারণ মানুষ।

তবে খুব শিগগিরই গ্রামে বিদ্যুৎ না থাকার বিষয়ে ইতিবাচক আশ্বাস দিলেন না বিদ্যুৎ ও জ্বালানী মন্ত্রণালয়ের সচিব হাবিবুর রহমান। তাপপ্রবাহ কমে গেলে লোডশেডিং থাকবে না বলে জানান তিনি।

চাহিদার তুলনায় উৎপাদন কম থাকার কারণে লোডশেডিং হচ্ছে।তবে দাবদাহ কমে গেলে পরিস্থিতি স্বাভাবিক হবে। 

বুধবার দুপুরে জামালপুরের ইসলামপুরে সৌর বিদ্যুতের প্লান্ট স্থাপনের জায়গা পরিদর্শনে এসে এ কথা বলেন হাবিবুর রহমান।সচিব জানান, চরের মধ্যে সোলার পাওয়ার প্লান্ট স্থাপন হলে আগামীতে লোডশেডিং কমবে।

বাংলাদেশ পল্লী বিদ্যুৎতায়ন বোর্ডের চেয়ারম্যানসহ, পিডিবি চেয়ারম্যান ও পল্লী বিদ্যুৎতের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

আরও খবর

                   

সম্পর্কিত