জাতীয়

মুক্তি পেলেন মাওলানা মামুনুল হক

  প্রতিনিধি ৩ মে ২০২৪ , ৩:০৮:৪০ প্রিন্ট সংস্করণ

মুক্তি পেলেন মাওলানা মামুনুল হক
ছবিঃ সংগৃহীত

নারায়ণগঞ্জের সোনারগাঁ থানায় দায়ের করা ধর্ষণ মামলায় হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক জামিন পেয়েছেন।

বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নাজমুল হক শ্যামলের আদালত এই জামিন মঞ্জুর করেন। তবে এদিন মামুনুল হককে আদালতে উপস্থিত করা হয়নি।

৩বছর বন্দি থাকার পর মুক্তি পেয়েছেন হেফাজতে ইসলামের বিলুপ্ত কেন্দ্রীয় কমিটির যুগ্ম-মহাসচিব এবং ঢাকা মহানগরীর সাধারণ সম্পাদক মাওলানা মামুনুল হক।

শুক্রবার বেলা ১১টার দিকে কাশিমপুর হাইসিকিউরিটি কারাগার থেকে বের হয়ে আসলে ফুল ছিটিয়ে তাঁকে স্বাগত জানান স্বজন ও ভক্তরা।

মাওলানা মামুনুল হকের জামিনে মুক্তির বিষয়টি নিশ্চিত করেন কাশিমপুর হাইসিকিউরিটি কারাগারের সিনিয়র জেল সুপার সুব্রত কুমার বালা।

তিনি জানান, ”মামুনুল হকের বিরুদ্ধে ৩৭টি মামলা রয়েছে।আসামিপক্ষের আইনজীবী একেএম ওমর ফারুক নয়নসহ অন্যান্য আইনজীবীরা মামুনুল হকের জামিনের পক্ষে শুনানি করলে আদালত শুনানি শেষে জামিন মঞ্জুর করেন।”

আরও খবর

                   

সম্পর্কিত