ফুলবাড়িয়া প্রতিনিধি :হেলাল উদ্দিন উজ্জল ৪ মে ২০২৪ , ১২:২১:০৯ প্রিন্ট সংস্করণ
কেন্দ্রীয় ছাত্র লীগের ১০ দিনে ৫ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচি ঘোষণায় ফুলবাড়িয়ায় বৃক্ষরোপণ করলেন- রিফাত সরকার ।
দেশজুড়ে চলা তাপপ্রবাহের মধ্যে ১০ দিনে ৫ লাখ বৃক্ষরোপণের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ ছাত্রলীগ।
শনিবার ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
রোববার থেকে ৩০ এপ্রিলের মধ্যে এ কর্মসূচি শেষ করতে সারা দেশের নেতাকর্মীদের নির্দেশনা দেওয়ার কথা জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, “জলবায়ু পরিবর্তনজনিত যেকোন সংকট থেকে সমাধানের অন্যতম উপায় বৃক্ষরোপণ। প্রতিবছর নিয়মিতভাবে ছাত্রলীগ বৃক্ষরোপণ কর্মসূচি পালন করে। পরিবেশ দিবসকে কেন্দ্র করে বাংলাদেশ ছাত্রলীগ এক কোটি বৃক্ষরোপণ করে গিনেজ বুকস অফ ওয়ার্ল্ড রেকর্ডসে অন্তর্ভুক্তির কর্মসূচি পরিকল্পনা করেছে।
“সাম্প্রতিক এই তীব্র তাপপ্রবাহ থেকে মুক্তি এবং টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি) অর্জনের লক্ষ্যে বাংলাদেশ ছাত্রলীগ ১০ দিনে ৫ লক্ষের অধিক বৃক্ষরোপণের কর্মসূচি ঘোষণা করছে।
এরই ধারাবাহিকতায় শুক্রবার বিকালে ডাকবাংলোতে ফুলবাড়িয়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এহসানুল হক রিফাত সরকারের নেতৃত্বে বৃক্ষরোপণ কর্মসূচিতে জহিরুল ইসলাম মাসুদ- সহ সভাপতি,সাজ্জাদ হোসেন অভি সাংগঠনিক সম্পাদক, সুমন সরকার সহ পৌর ও ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি/ সাধারণ সম্পাদক এ সময় উপস্থিত ছিলেন।
রিফাত সরকার বলেন,এ মাস ব্যাপি ইউনিয়নের শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন জায়গায় বৃক্ষরেপণ কর্মসূচি চলমান থাকবে।