জাতীয়

কমেছে দেশি পেঁয়াজের দাম

  প্রতিনিধি ৬ মে ২০২৪ , ৩:৫৯:৩৭ প্রিন্ট সংস্করণ

কমেছে দেশি পেঁয়াজের দাম
ছবিঃ সংগৃহীত

পাঁচ মাস পর ভারতের পেঁয়াজ রপ্তানির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পর এক দিনের মধ্যেই দেশে আমদানি করা পেঁয়াজের দাম কেজিতে ১০ টাকা কমেছে।

দাম কমে যাওয়ায় সন্তুষ্টি প্রকাশ করেছেন হিলিতে নিম্ন আয়ের মানুষ। পেঁয়াজের চালান আসা শুরু হওয়ায় আমদানিকারকরা দাম আরও কমার আশা করছেন।

রবিবার বিকেলে হিলি বাজার ঘুরে দেখা গেছে য়ায় , দেশি পেঁয়াজের সরবরাহ বেড়েছে। শনিবার প্রতি কেজি পেঁয়াজ ৭০ টাকায় বিক্রি হলেও ব্যবসায়ীরা এখন বিক্রি করছেন ৬০ টাকা কেজি।সর্বনিম্ন রপ্তানি মূল্য ৫শ’ ৫০ মার্কিন ডলার নির্ধারণ করে বাংলাদেশসহ ৬ দেশে পেঁয়াজ রপ্তানি শুরু করেছে ভারত। রবিবার ও সোমবারের মধ্যে বেনাপোল ও হিলি স্থলবন্দর দিয়ে আমদানি ভারতীয় পেঁয়াজ দেশে ঢুকবে বলে আশা আমদানিকারকদের।

হিলি বাজারের কয়েকজন পেঁয়াজ বিক্রেতারা জানান, ভারত সরকার বাংলাদেশে পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা তুলে নেয়ার খবরে বাজারে কমেছে দেশি পেঁয়াজের দাম। এক দিনের ব্যবধানে প্রতি কেজি পেঁয়াজের দাম কমেছে কেজিতে ৫ থেকে ১০ টাকা। যে পেঁয়াজ শনিবার ৭০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে, রোববার সেই পেঁয়াজ বিক্রি হচ্ছে ৬০ থেকে ৬৫ টাকা কেজি দরে।

আরও খবর

                   

সম্পর্কিত